ঝিলম করঞ্জাই, কলকাতা : ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacharya)। শরীরের বিভিন্ন প্যারামিটারও স্বাভাবিকের আশপাশে। খানিকটা ভাল বোধ করার পরই বাইপ্যাপ সাপোর্ট ও রাইলস টিউব খুলে ফেলতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী। আম খেতে চান মুখ দিয়ে। কিন্তু সেই ছাড়পত্র তাঁকে এখনও দেওয়া হয়নি। চিকিৎসকরাও চাইছেন তাঁকে এবার মুখে খাবার খাওয়াতে। তবে অপেক্ষা রয়েছে থেরাপিস্টের সবুজ সংকেতের।
বুদ্ধদেব ভট্টাচার্যকে চিকিৎসা করছে যে চিকিৎসকদের দল, সেই মেডিক্যাল দলের সদস্য চিকিৎসক কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty) জানিয়েছেন, প্রথম ভাবনা অ্যান্টিবায়োটিক দিয়ে যে প্রাথমিক উন্নতি হয়েছে, সেটা ধরে রাখা। ইনভেসিভ ভেন্টিলেটর থেকে বের করার পর আবার কোনওভাবেই যাতে সেই ব্যবস্থা না করতে হয়, সেটা নিশ্চিত করা আমাদের কাজ ছিল। দ্বিতীয় এবার লক্ষ্য, ওঁকে ওঁর স্বাভাবিক জীবনে ফেরানোর। বাইপ্যাপ, অক্সিজেন সাপোর্ট যার অঙ্গ। উনি এখন কাশতে পারছেন, কথা গুছিয়ে বলতে পারছেন।
মেডিক্যাল বোর্ডের চিকিৎসকের কথায়, এবার ভাবনা ওঁকে মুখে খাওয়ানোর। সেজন্যই স্পিচ ও সোয়ালো থেরাপিস্টকে ডেকেছিলাম। তাঁরা খতিয়ে দেখলেন ওঁর ফ্যানেনজিয়াল মাসল। গলার যে মাসলগুলোর সক্ষমতার ওপর নির্ভর করে ঠিকমতো খাবার ঘিঁটতে উনি পারবেন কি না। যদি উনি খাবার গিলতে না পারেন তাহলে খাদ্যনালীর জিনিস শ্বাসনালীতে গিয়ে অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে। একটা নিউমোনিয়া সারতে সারতে অন্য একটা আক্রমণ হলে, সেটা খুব উদ্বেগের বিষয় হতে পারে। তাই থেরাপিস্টদের ছাড়পত্রর উপর বিষয়টা নির্ভর করবে। আপাতত রাইলস টিউবের মাধ্যমেই ওঁর শরীরে ক্যালরি ইনটেক হচ্ছে। আর রাইলস টিউব রয়েছে মানে মুখে খেতে পারবেন না, এমনটা নয়, দুটোই একসঙ্গেও সম্ভব।
পাশাপাশি উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমার পাশাপাশি, বেড়েছে অক্সিজেন লেভেল। হিমোগ্লোবিন কমে যাওয়ায় চিকিৎসকরা এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেও, বিশেষ KELL অ্যান্টিজেনযুক্ত AB নেগেটিভ গ্রুপের রক্ত মেলেনি। তাই, খুব প্রয়োজন না পড়লে রক্ত দেওয়া হবে না বলে ঠিক করেছেন চিকিৎসকরা। হাসপাতালে সূত্রে খবর, বৃহস্পতিবার ছত্তীসগঢ় থেকে কলকাতায় আসছেন প্রবীন ফুসফুস বিশেষ ধীমান গঙ্গোপাধ্যায়। বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা নিয়ে তাঁর পরামর্শ নেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন