Poco Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এম৬ প্রো ৫জি (Poco M6 Pro 5G) ফোন। আগামী ৫ অগস্ট এই ফোন লঞ্চ হবে দেশে। কেনা যাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে। প্রায় একবছর আগে লঞ্চ হয়েছিল পোকো এম৫ ফোন। এবার আসছে তার প্রো ভার্সান। পোকো সংস্থার 'এম' সিরিজের এই ৫জি ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে একটি আয়তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। তার মধ্যে দুটো ক্যামেরা সেনসর রয়েছে। আর সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। cyan রঙে ভারতে লঞ্চ হতে পারে পোকো এম৬ প্রো ৫জি ফোন। এই ফোনের যে ডিজাইন প্রকাশ্যে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে ফোনের ডানদিকে সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। বলা হচ্ছে, পোকো এম৬ প্রো ৫জি আসলে পোকো এম৪ প্রো ৫জি মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে। পোকোর আসন্ন ফোনের ডিজাইন সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গেলেও ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। পোকো এম৬ প্রো ৫জি ফোন যে অগস্ট মাসেই ভারতে লঞ্চ হবে সেই আভাস আগে পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ।
অগস্ট মাসের প্রথম দু'দিনে ভারতে লঞ্চ হয়েছে বেশ কয়েকটি ফোন
Lava Yuva 2- এই বাজেট ফোন লঞ্চ হয়েছে ২ অগস্ট। এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। গ্লাস ব্লু, গ্লাস ল্যাভেন্ডার, গ্লাস গ্রিন- এই তিনটি রঙে পাওয়া যাবে Lava Yuva 2 ফোন। অন্যান্য লাভা ফোনের মতো এক্ষেত্রেও ফোনে কোনও সমস্যা হলে বাড়িতে ফ্রি সার্ভিস পাবেন ক্রেতারা। তবে ফোনের ওয়ারেন্টি পিরিয়ড বজায় থাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
মোটো জি১৪- এটিও একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন ভারতে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯৯৯ টাকা। বর্তমানে স্টিল গ্রে এবং স্কাই ব্লু- এই দুই রঙে পাওয়া যাচ্ছে মোটো জি১৪ ফোন। ৮ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট থেকে।
রেডমি ১২ ৪জি- এটিও বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টেরই ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। একই সঙ্গে রেডমি ১২ ৫জি ফোনও লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৪৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা।
আরও পড়ুন- অ্যান্ড্রয়েড নাকি আইওএস, মার্ক জুকেরবার্গের পছন্দ কী? কোন ফোন ব্যবহার করেন মেটা সিইও?