ঝিলম করঞ্জাই, অবীর দত্ত ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : হঠাৎ অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadeb Bhattacherya), ভর্তি করা হল হাসপাতালে । শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভর্তি করা হল হাসপাতালে । আইসিইউতে ভর্তি করা হল বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা বাড়ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বাড়িতেই চলছিল চিকিৎসা। এদিন তাঁর শরীরের স্যাচুরেশন নামতে শুরু করে। যার পরই দীর্ঘদিনের সিওপিডি রোগী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।


শ্বাসকষ্ট বাড়া ও রক্তে অক্সিজেনের মাত্রা কমায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালের (Woodlands Hospital) ভর্তি করা হয়। রাস্তাতে যাতে কোনও সমস্যা না হয় তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য হাসপাতাল থেকে একটি অ্যাম্বুল্যান্স রওনা দেয় তাঁর বাড়ির দিকে। দু'জন ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসক সহ চারজনকে নিয়ে উডল্যান্ডস হাসপাতাল থেকে রওনা দেয় অ্যাম্বুল্যান্সটি। প্রাথমিকভাবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। যেখানে আইসিইউতে রেখেই চিকিৎসা করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে, জানা গিয়েছে এমনটাই। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে নিয়ে পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তাঁর জন্য ব্যবস্থা করা হয় গ্রিন করিডরের।


প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি। মাঝে বেশ কয়েকবার স্বাস্থ্যজনিত অবনতির জেরে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসার পর প্রত্যেকবারই সুস্থ হয়ে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি। বরাবরই হাসপাতালে থেকে চিকিৎসা করাতে তাঁর অনীহা। তাই খানিকটা সুস্থ হলেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন।


মাঝে বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু গত চারদিন ধরে তাঁর শরীর খুব একটা ভাল ছিল না। শনিবার বেলার গড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে থাকে শরীর। বাড়তে শুরু করে শ্বাসকষ্ট। কমতে থাকে রক্তে অক্সিজেনের পরিমাণ। যা দেখেই চিকিৎসকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। উডল্যান্ডস থেকে পৌঁছনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অ্যাম্বুলেন্স বিকেল ৪ টে ১০ নাগাদ রওনা দেয় হাসপাতালের পথে। সাড়ে ৪ টে নাগাদ তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছয় অ্যাম্বুল্যান্সটি।


আরও পড়ুন- জাতীয় স্তরে BJP-র সংগঠনে বড় ধরনের রদবদল, বাদ পড়লেন দিলীপ, বাংলা থেকে একজনেরই নাম শুধু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial