প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা: কলকাতার (Kolkata Famous Builder) নামী বিল্ডারের বাড়িতে ইডি-র (ED) তল্লাশি অভিযান। আজ সকালে ৫টি দলে ভাগ হয়ে বিল্ডার অভিজিৎ সেনের সাউথ সিটি আবাসনের ফ্ল্যাট, দেশপ্রিয় পার্কের অফিস, যোধপুর পার্কের পুরনো বাড়িতে অভিযান চালান ইডি-র আধিকারিকরা। ইডি-র দাবি, বহু প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা বাজারে খাটাতেন বিল্ডার অভিজিৎ সেন। এই অভিযোগ পেয়েই তারা তল্লাশি অভিযানে নেমেছে। দাবি ইডি-র। 


রাঁচির পর এবার কলকাতা (Kolkata)। বেআইনি লেনদেনের অভিযোগে এক ব্যবসায়ীর ৫টি ঠিকানায় তল্লাশি চালাল ইডি। রাঁচিতে IAS পূজা সিঙ্ঘলের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে, কয়েকদিন আগে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার কলকাতায় বেআইনি লেনদেনের অভিযোগে ব্যবসায়ী অভিজিত্‍ সেনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি অভিযান চালাল। 


কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, ইডি’র ৩০ জন অফিসার ৫ টি দলে ভাগ হয়ে ৫ ঠিকানায় তল্লাশি চালান। তার মধ্যে ছিল এই ব্যবসায়ীর সাউথ সিটি আবাসনের ফ্ল্যাট, দেশপ্রিয় পার্কের অফিস, যোধপুর পার্কের পুরনো বাড়ি।


আরও পড়ুন: National Highway: বাড়ল জাতীয় সড়কে যাতায়াতের খরচ, জারি বিজ্ঞপ্তি 


দেশপ্রিয় পার্কের অফিসে গ্রিলের গেট বন্ধ থাকায়, গেট টপকে ঢোকার চেষ্টা করেন ইডির এক অফিসার। ইডি সূত্রে দাবি, অভিজিত্‍ সেন পেশায় নির্মাণ ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা বিভিন্ন কারবারে খাটানোর অভিযোগ রয়েছে।


এ নিয়ে FIR’ও হয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে কয়েকজনের থেকে টাকা নিয়ে, ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে। ইডি সূত্রে দাবি, ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি। কোন কোন প্রভাবশালীর টাকা তিনি বাজারে খাটাতেন, তার তালিকা তৈরি করা হচ্ছে।  
প্রয়োজনে ব্যবসায়ীকে ইডি’র দফতরে তলব করে ফের জিজ্ঞাসাবাদ করা হবে।


এই চক্রে আরও কয়েকজন ব্যবসায়ী জড়িত থাকতে পারেন বলে ইডি সূত্রে দাবি। তদন্তে সেই বিষয়টিও দেখা হচ্ছে।