মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান : বিজেপি থেকে আসা লোকজনের নাম ভোটার তালিকায় রেখেছেন ব্লক সভাপতি। এই অভিযোগ তুলে গোপন ব্যালটে ভোটদান থেকেই বিরত থাকলেন পঞ্চায়েত প্রধান-সহ ব্লকের নেতা-কর্মীরা। এবার আউশগ্রামে ভোটাভুটি নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব (TMC Inner Clash)। দলে অনেক আবর্জনা এসেছে, কার্যত কোন্দলের কথা স্বীকার করে নিলেন পঞ্চায়েতমন্ত্রীও।


পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবেন ? তা ঠিক করতে, দলের মধ্যেই গোপন ব্যালটে ভোটাভুটি চালু করেছে তৃণমূল (TMC)। কিন্তু, সেই নবজোয়ার কর্মসূচিতে (Nabo Joyar Campaign) ফের উঠল কারচুপির অভিযোগ। ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হলেন পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্য নেতা-কর্মীরা।এমনকি ভোটদান থেকেও বিরত থাকলেন তাঁরা।


পূর্ব বর্ধমানের মানকর কলেজ মাঠে চারটি বিধানসভা কেন্দ্র - গলসি, মঙ্গলকোট, ভাতার ও আউশগ্রামের পঞ্চায়েতগুলির প্রার্থী নির্বাচনের জন্য গোপন ব্যালটে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল সোমবার। কিন্তু সেই ভোটদানে অংশ নেননি আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা-কর্মীদের একটা বড় অংশ। এরজন্য তাঁরা গলসি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন।


কোথাও ব্যালটে ছাপ্পা ভোটের অভিযোগ। তো কোথাও স্বজনপোষণ। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, ভোটাভুটি নিয়ে দলের অন্দরের ভিন্ন ভিন্ন অভিযোগ উঠেছে। যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'লোকের কাছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, লুঠেরার পার্টি জল্লাদের পার্টি, অঞ্চলের যিনি সভাপতি, ব্লকের সভাপতি, তাদের অধিকার কেড়ে নিয়ে, ভাইপোর লোক করছে।'


দলের অন্দরে অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝেই, সোমবার আউশগ্রাম ২ নম্বর ব্লকের ভোটাভুটি বাতিল হয়ে যায়। দলীয় কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত মন্ত্রীও। তৃণমূল বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, 'দলের অনেক আবর্জনা তো এসেছে, সেই জন্য এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়ছে। তাই নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, আবার নতুন ভোট হবে, এরকম অন্যায় হয়ে থাকলে আবার ভোট হবে, কী অসুবিধা আছে।'


আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত গরায় মৃত বেড়ে অন্তত ৭


দলীয় কোন্দল মেটাতে বারবার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালাচ্ছেন, জেলার নেতারাও। কিন্তু, তারপরও ভোটাভুটি নিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে আসছে।


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?