সৌভিক মজুমদার, কলকাতা : পুর-নিয়োগ ‘দুর্নীতি’তে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ জানায় রাজ্যে, যা নিয়ে মামলা দায়েরের অনুমতি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, পুর-নিয়োগ ‘দুর্নীতি’তে (Municipality Recruitment Scam) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর মামলার বেঞ্চ বদল হয়। সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। রাজ্যের আর্জি খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন্হা। যে রায়ের বিরুদ্ধেই আবেদন জানায় রাজ্য।


৩২ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে, ডিভিশন বেঞ্চে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার পুর-নিয়োগে দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার (West Bengal Government)। গত ২১ এপ্রিল এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে নতুন FIR দায়ের করে তদন্ত করতে পারবে CBI। তাঁর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট (Supreme Court of India) অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে এই মামলা হাইকোর্টে ফেরত পাঠায়।


এরপর সর্বোচ্চ আদালতের নির্দেশে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে স্থানান্তর করা হয়। ১২ মে পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া CBI তদন্তের রায় বদলাননি বিচারপতি অমৃতা সিন্হা (Justice Amrita Sinha)। রাজ্য সরকারের পুনর্বিবেচনার আর্জিও খারিজ করে দেয় আদালত। এই রায় দিতে গিয়ে বিচারপতি অমৃতা সিন্হার তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, টাকার বিনিময়ে চাকরি বিক্রির চক্রের সঙ্গে যারা যুক্ত, সেই অপরাধীদের ধরে, যাতে দ্রুত তদন্ত শেষ করা যায়, সেজন্য রাজ্য সরকারের উচিত তদন্তকারী সংস্থাকে (CBI) সাহায্য করা। রাজ্য সরকারের বিভিন্ন দফতর যাতে দুর্নীতিমুক্ত হয়, সে জন্য রাজ্য সরকারের উচিত এই তদন্তে সহযোগিতা করা।


আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত গরায় মৃত বেড়ে অন্তত ৭


এবার সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য় সরকার। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?