কমলকৃষ্ণ দে, বর্ধমান: সাতসকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের (Burdwan Medical College Hospital) কোভিড ওয়ার্ডে (covid Ward) আগুন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সিল করে দেওয়া হয়েছে হাসপাতালের ৬ নম্বর ব্লক। ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। মশা মারার ধূপ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।


এ দিন ঝলসে মৃত্যু হয়েছে এক করোনা রোগীর। মৃতের নাম সন্ধ্যা মণ্ডল। বাড়ি পূর্ব বর্ধমানের গলসিতে (Galsi)। এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। 


আরও পড়ুন: Shantanu Thakur : এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন শান্তনু ঠাকুর


এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন দেখতে পেয়ে তা নেভানোর কাজে প্রথমে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশা মারার ধূপ অথবা লাইটার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।


দমকল সূত্রের খবর, রাধারানি ওয়ার্ডের ৬ নম্বর ব্লকের একটি বেডে প্রথমে আগুন লাগে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এই রাধারানি ওয়ার্ডকে (Radharani Ward) কোভিড ওয়ার্ড (Covid Ward) করা হয়েছে। বেশ কয়েকজন রোগী সেখানে ভর্তি ছিলেন। একটি বেডে আগুল লাগে। সেখানে থাকা এক মহিলা রোগীর ঝলসে মৃত্যু হয়েছে বলে দাবি রোগীর পরিবার সূত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষ ও সুপার। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। ওয়ার্ডের ভিতরে আগুন লাগায় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন: Hooghly News: বাড়িতে ঢুকে মহিলাদের ‘হুমকি’ তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক