সমীরণ পাল,  উত্তর ২৪ পরগনা : দুদিন আগেই বিজেপির অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur) । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। প্রসঙ্গ, বনগাঁ-বাগদা প্রস্তাবিত রেল লাইন। দ্রুত জমি অধিগ্রহণ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর করা চিঠি দিলেন বিজেপি সাংসদ। 
আরও খবর : 


' দলের ঊর্ধ্বে কেউ নন' বিশেষ কারও উদ্দেশে বার্তা মমতার?


উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাগদা ব্লকের কয়েক লক্ষ মানুষের চলাচলের একমাত্র ভরসা সড়ক পথ। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, রেলপথের।  ২০০৯ সালে রেলমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ থেকে বাগদা পর্যন্ত রেল লাইনের শিলান্যাস করেন। কিন্তু সেই প্রকল্প এখনও বাস্তবায়িত হয়নি। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দাবি, রাজ্য জমির ব্যবস্থা না করলে রেললাইনের কাজ শুরু সম্ভব নয়। তাই দ্রুত জমি অধিগ্রহণের দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ হাজার গণস্বাক্ষর সম্বলিত চিঠি দিয়েছেন তিনি। শান্তনু ঠাকুর জানান, ' সংসদীয় এলাকার চাহিদা অনুসারে আমি ২ মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জমি অধিগ্রহণ প্রসঙ্গে চিঠি দিয়েছিলাম।  তার কোনও উত্তর আসেনি । আবার গণস্বাক্ষর করে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছি । তিনি জমি অধিগ্রহনের ব্যবস্থা করলে বাগদা থেকে বয়রা পর্যন্ত রেল লাইন করা হবে বলে রেল মন্ত্রী আমাকে জানিয়েছে ।' 
তৃণমূল নেত্রী মমতাবালা ঠাকুর এই বিষয়ে জানান, ' কেন্দ্র উৎসাহ দেখায়নি বলে প্রকল্প হয়নি। জমিটা ফ্যাক্টর নয়। এনিয়ে আমরা দীর্ঘ আন্দোলন করেছি। সাংসদের আগেই বলা উচিত ছিল। এতদিনে বলছেন কেন? ' 
তবে শান্তনু ঠাকুরের এলাকার এক বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের দাবি, তিনি আগেই রেলকে এনিয়ে সুপারিশ করেছেন। সব মিলিয়ে বনগাঁ-বাগদা রেল প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির অন্দরের কোন্দল বাইরে চলে আসায়, তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।