কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নিরাপত্তার আশ্বাসই সার। বেসরকারি নিরাপত্তা কর্মী নিয়োগ ও সিসি ক্যামেরা লাগানো হলেও ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ফের চুরির ঘটনা বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College)। 


ফের প্রশ্নের মুখে নিরাপত্তা: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ও মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তার দাবিতে গন কনভেনশন চলছে। আর তারই মাঝে বর্ধমান মেডিক্যাল কলেজে পূর্ত দফতরে ইলেকট্রিক স্টোর রুমে চুরির ঘটনায় শোরগোল। বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কয়েকজন অজ্ঞাতপরিচয় মহিলা নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে কলেজে ঢুকে পড়ে। অভিযোগ, পূর্ত দফতরের স্টোর রুমের তালা ভেঙে ঢুকে বৈদ্যুতিক সামগ্রী চুরি করে পালানো চেষ্টা করে। সন্দেহ হওয়ায় নিরাপত্তারক্ষীরা ওই মহিলাদের মধ্যে দুজনকে ধরে ফেলেন। যদিও তাদের মধ্যে কয়েকজন সামগ্রী ফেলে পালিয়ে যায়। এরপরই তাদের আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তদের আটক করে। মাস খানেক আগেও একই ভাবে বর্ধমান মেডিক্যাল কলেজের গোডাউন থেকে বেশ কিছু বৈদ্যুতিক সামগ্রী চুরি হয়।সেই ঘটনায় ধরা পরে দুজন। তারপর ফের একই কায়দায় চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েই সরব জুনিয়ার ডাক্তার সহ হাসপাতালের কর্মীরা। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।


এদিকে এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। পুরাতন মালদার মৌলপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ করেছেন এক রোগী। দেখা যাচ্ছে ওষুধ তৈরি হয়েছে ২০২২ সালের নভেম্বরে। এক্সপায়ারি ডেট, অক্টোবর, ২০২৪। অর্থাৎ এক মাস আগেই ফুরিয়েছে ওষুধের মেয়াদ। গত ২৯ অক্টোবর বাড়িতে আহত হন পুরাতন মালদার সারদা কলোনির বাসিন্দা বসুদেব ঘোষ। মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান। নভেম্বরের ৩ তারিখ আবার ওই হাসপাতালে যান। রোগীর দাবি, সেই সময় কর্তব্যরত চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী তাঁকে যে ট্যাবলেট দেওয়া হয় তা মেয়াদ উত্তীর্ণ। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষয়টি স্বীকারও করে নিয়েছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Junior Doctors Protest: বৈঠকের পরেও একাধিক কাজ এখনও হয়নি, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের