কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে আলোচনা হলেও, তা নিয়ে এখনও কোনও পদক্ষেপ হয়নি। এমনই দাবি করে এবং একাধিক বিষয় তুলে ধরে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব এসেছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফেও। 


ফের মুখ্যসচিবকে ইমেল: আর জি কর মামলায় পরপর দু'দিন পিছিয়ে গেছে শুনানি। প্রশ্ন উঠছে, আর কবে সুবিচার পাবে নিহত চিকিৎসকের পরিবার? এই প্রেক্ষাপটে বুধবার ফের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়ররা। ২১ অক্টোবর নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের প্রতিনিধিরা। আন্দোলনকারীদের দাবি, সেই বৈঠকে আলোচনার পরেও একাধিক কাজগুলি এখনও হয়নি। সেসবকিছুই এদিন ইমেল করে মুখ্যসচিবকে জানানো হয়।

৯ নভেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। তার আগে বুধবার ফের মুখ্যসচিবকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা। চিঠিতে বলে হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ) গঠনের বিষয়ে একটি নির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছিল। কিন্তু সেটা তাদের কাছে পাঠানো রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। বলা হয়েছিল, ওবিসি সংরক্ষণের বিষয়ে আদালতে মামলার কারণে নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তবে একটিও নিয়োগ না করার পক্ষে এটি কোনও যুক্তি নয়। যদি কোনও নির্দিষ্ট রিজার্ভেশন স্থগিতও করা হয়, তবে কোনও নিয়োগ না করার কোনও কারণ থাকতে পারে না। সেন্ট্রাল রিয়েল-টাইম ডিজিটালাইজড বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম সম্পর্কে আমরা আপনাকে ই-মেলের মাধ্যমে নির্দিষ্ট পরামর্শ পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাজ্য টাস্ক ফোর্স (STF) এই বিষয়ে যোগাযোগ করেনি। কলেজে কলেজে ছাত্র প্রতিনিধিদের নিয়ে 'গ্রিভান্স রিড্রেসাল সেল' এখনও তৈরি হয়নি।


গতকাল নৈহাটি বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, "যারা ভেবেছিল জোর খেলা খেলেছে, তারা ভাবেনি নিহত চিকিৎসকের মা-বাবা অমিত শা-কে চিঠি লিখবেন। আর অমিত শা পত্রাঘাতের পরিবর্তে পদাঘাত করে চলে যাবেন, দেখা পর্যন্ত করবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধর্নায় গিয়ে, ঘরে বসে, নবান্নে ওদের ডেকেছেন। বারবার ওরা ফিরে গেছে, মমতা ধৈর্য না হারিয়ে বলেছেন, ওরা বাচ্চা ছেলে। এখন মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাচ্ছে ওদের কিছু ভুঁইফোড় নেতা। কিন্তু আন্দোলনটা শেষ হয়ে গেছে।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Digital Bed Vacancy: সহজেই জানা যাবে কতগুলি বেড খালি, এবার আরজি করে চালু ডিজিটাল বেড ভ্যাকেন্সি