কমলকৃষ্ণ দে,বর্ধমান: বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন গৃহবধূ, ধৃত ২ সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন হতে হয় মেমারির (Memari) সুলতানপুরের গৃহবধূকে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের বর্ধমান আদালতে হাজির করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ছিল পুলিশ। ধৃতরা হল তপন দাস ও ইব্রাহিম শেখ। ইব্রাহিমের বাড়ি মশাগ্রামে ও তপন দাসের বাড়ি দেবীপুরে। খুনের সময় দুজনই উপস্থিত ছিল বলে পুলিশের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘর থেকে মেমারির গৃহবধূ প্রতিমা চক্রবর্তীর নলিকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মেমারি শহরের সুলতানপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পজডে। তারপরই তদন্তে নামে মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মশাগ্রামের বাসিন্দা শেখ ইব্রাহিমের সঙ্গে বেশ কয়েক বছর আগেই বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন গৃহবধূ, ধৃত ২ সম্পর্ক গড়ে ওঠে প্রতিমা চক্রবর্তীর। সেই সম্পর্ক থাকাকালীনই নতুন করে বছরখানেক আগে ওই গৃহবধূর সঙ্গে পরিচয় হয় তপন দাসের। তার সঙ্গেও গড়ে ওঠে সম্পর্ক। এরই মধ্যে কয়েক মাস আগে ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারে তপন। যার জেরে তপনের সঙ্গে মনোমালিন্য শুরু হয় প্রতিমা চক্রবর্তীর। তপন বারেবারেই প্রতিমাকে ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা বললেও সেই কথায় কর্ণপাত করেনি প্রতিমা। এই টানাপোড়েনের মধ্যেই গত শনিবার ইব্রাহিমের সঙ্গে ঘুরতে যান প্রতিমা। যে কথা জানতে পারে তপন। সেই নিয়ে সম্পর্কে চিড় ধরে দুজনের। এরপর শনিবার সন্ধ্যাবেলায় তপনকে ফোন করে বাড়িতে ডাকে প্রতিমা। তপন বাড়িতে এসে প্রতিমাকে ইব্রাহিমের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তারপর ক্ষিপ্ত হয়ে তপন প্রতিমার গলা লক্ষ্য করে ধারালো অস্ত্রের কোপ মারলে ঘটনাস্থলেই লুটিয়ে পরে প্রতিমা। পরে সুযোগ বুঝে তপন ও ইব্রাহিম দুজনেই গা ঢাকা দেয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গৃহবধূর প্রতিবেশীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনে খুন গৃহবধূ, ধৃত ২ সম্পর্কে লিপ্ত ছিল মৃত গৃহবধূ। এই বিষয় নিয়ে একাধিকবার নানা গণ্ডগোলও হয়েছে। তারপরও স্বভাব বদলায়নি ওই মহিলা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: DhaniaKhali News: বেধড়ক মারধরের জেরে হাসপাতালে বিজেপির মণ্ডল সহ সভাপতি, অভিযুক্ত তৃণমূল