বর্ধমানঃ রাজ্য পুলিশের এসটিএফের (STF) অভিযানে মাদক কারবারের পর্দাফাঁস (Drug Case)। অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর ( Ex Navy officer) বাড়িতে হেরোইন তৈরির সামগ্রীর পর্দাফাঁস করল রাজ্য পুলিশের এসটিএফ । বর্ধমানের কাটোয়ায় হেরোইন তৈরির ‘ল্যাব’-র হদিশ ( Drug Lab)। প্রচুর পরিমাণে মরফিন ও রাসায়নিক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মী সহ গ্রেফতার ৪ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ ।


 অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়িতে হেরোইন তৈরির সামগ্রী


আরও পড়ুন, কীভাবে হল চাকরি ? নীলাদ্রিশেখরের মেয়েকে আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডি-র


 বর্ধমানের কাটোয়ায়  অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়িতে হেরোইন তৈরির ‘ল্যাব’-র পর্দাফাঁস করল এসটিএফ। প্রচুর পরিমাণে মরফিন ও রাসায়নিক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মী সহ গ্রেফতার ৪ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ । প্রসঙ্গত, রাজ্যের একের পর এক অপরাধের ঘটনা প্রকাশ্যে আসছে। সিবিআই-ইডির তদন্তে একদিকে যেমন জেরবার রাজ্যের শাসকদলের নেতারা। সেখানে গরুপাচার মামলা থেকে আইকোর মামলা, রোজভ্য়ালি, নারদা, সারদাকাণ্ড, ভোটপরবর্তী হিংসা, শিক্ষক দুর্নীতি সবেতেই নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের। আর প্রত্যেকটা মামলায় কলকাতা হাইকোর্ট কমবেশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দিয়েছে। এদিকে রাজ্যে বিজেপির হেভিয়েটেদেরও নাম জড়িয়েছে মাদককাণ্ডে। রাকেশ সিংয়ের নাম জড়াতেই বিস্তর জল খোলা হয়েছে। রাজ্য পুলিশ একের পর এক ঘটনায় তদন্ত করছে। আর এবার অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মী রাজ্য পুলিশের এসটিএফ-র জালে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চাপানউতোর।


অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মী রাজ্য পুলিশের এসটিএফ-র জালে


প্রসঙ্গত, রাজ্যের একাধিক মামলায় তৃণমূল নেতাদের নাম জড়ানোয় সিবিআই-ইডি-র তলব নিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা।   একদিকে যখন শিক্ষক নিয়ে নিয়ে তোলপাড় রাজ্য। একের পর এক শিক্ষক নিয়োগ মামলায় অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের শীর্ষ নের্তৃত্ব। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী প্রত্যেকেই সিবিআই-র তলবে জেরবার। আর তখনই মাদককাণ্ডে অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়িতে হেরোইন তৈরির সামগ্রীর পর্দাফাঁস করল রাজ্য পুলিশের এসটিএফ ।