বর্ধমান: 'ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়', বর্ধমানের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য, এর আগে গতবছরগুলিতে একনাগাড়ে বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে বন্যা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তবে ডিভিসি-র (DVC) জল ছাড়া নিয়ে 'ম্যান মেড বন্যা'র (Man Made Flood) আখ্যা আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM)। রাজ্য-কেন্দ্রর সেই তরজা এবার ফের উসকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মন্তব্যে। এদিন তিনি উল্লেখ করেন কোন কোন জেলাতে জল প্রকল্প নিয়ে কাজ করছেন। বন্যা রুখতে ২ হাজার ৭৬৮ কোটির টাকার প্রকল্পের প্রসঙ্গ উঠে এসেছে।
প্রসঙ্গত, রাজ্যের মাঝরাতে এর আগে ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছিল। রাতারাতি ক্ষতির সম্মুখীন হয়েছিল বাংলার একাংশ। যা ঘিরে বড়সড় বিতর্ক আকার নেয়। একদল বলে, এমন কোনও খবর না থাকায় প্রস্তুতিটুকুও নেওয়া সময় পায়নি রাজ্য। অপরদিকে, বলা হয় অনুমতি নেওয়া হয়েছিল। যদিও এই বিতর্কে যবনিকা খোদ দেশের প্রধানমন্ত্রী সেবার টেনেছিলেন। দুঃখপ্রকাশ করেছিলেন টুইটে। তবে সেখানেই তা থেমে থাকেনি। কেন্দ্রীয় সরকারকে এই বন্যার জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ম্যান মেড বন্যার আখ্যা দিয়েছিলেন। আর এবার যখন একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের , তেমন এক গুরুগম্ভীর সময় প্রকল্পের কথা আওড়ালেন মমতা।
রাজ্যে গত এক দুই বছরের একাধিক জেলায় বন্যায় প্লাবিত হয়েছে। সেটা ঘূর্ণিঝড়ের কারণেই হোক, কিংবা নদী বাধ ভেঙেই হোক। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। তাঁদের জীবিকাও বিসর্জন দিতে হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলার মানুষ , যারা মূলত, গবাদি পশুর উপর নির্ভর করে দিন গুজরান করেন, অনেকেরই গবাদি পশু বন্যায় প্রাণ হারিয়েছে। পাশাপাশি, মাটির বাড়ি জলের তলায় গিয়েছে। নরেন্দ্র মোদি কপ্টারে চড়ে বানভাসি এলাকা পরিদর্শনে এসেছেন। এগিয়ে দিয়েচেন সাহায্য হাত। তবে এনিয়েও বিস্তর জল ঘোলা হয়েছে সেময়। একদিক বন্যার্থীদের সাহায্যের জন্য সামগ্রী বিশেষ করে ত্রিপল চুরি নিয়ে অভিযোগ উঠেছে। পাশাপাশি কেন্দ্রের পাঠানো অর্থ কোথায় কী ব্যয় হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন, 'নিয়োগে কোটা ?', মমতাকে প্রশ্ন সুজনের
অপরদিকে, মমতার সরকারের তরফে, অন্যান্য রাজ্যে বন্যা হলে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বন্যা হলে বেশি বড় আর্থিক সাহায্য, কিন্তু বাংলার ক্ষেত্রে ততটা নয় বলেও অভিযোগ আনা হয়েছে সেসময়। তবে গোদের উপর বিষফোঁড়া বোধহয় ম্যান মেড বন্যা, অর্থাৎ ডিভিসির জল ছাড়লেই বন্যা হয়, এই তত্ত্বই অনেকাংশে সিজল করে দিয়েছে রাজ্যে, মোদির সরকারের ইমেজে। যার আরও একধাপ এগোলেন এদিন মমতা।