মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: সরকারি চাকরি পাওয়ায়, ডানহাত কেটে দিয়েছে স্বামী! কব্জি হারিয়েও হাল ছাড়তে নারাজ রেণু। দাঁতে দাঁত চেপে হাসপাতাল থেকেই শুরু প্রস্তুতি। বাঁ হাতে কলম তুলে নিয়েছেন এই নার্স।


ছোটবেলা থেকে যে ডানহাতে কলম ধরেছেন বাঁ হাতে লিখছে- I proud myself becaue I am a nurse। সেই হাতের আঙুলগুলোই আর নেই। একটা ঘটনা ছারখার করে দিয়েছে সব অভ্যেস। কিন্তু তিনি দমবার পাত্রী নন। বুঝিয়ে দিয়েছেন, হাত কাটলেও, কাড়া যাবে না তাঁর প্রাণশক্তি, কাজের প্রতি ভালোবাসা।  


আক্রান্ত তরুণী রেণু খাতুন বলেন, "স্বাস্থ্য ভবনে ওখান থেকে বলেছে চাকরি দেবে ব্যবস্থা করবে। আমি ওয়েট করছি। বাড়িতে ফোন করেছিল।" সরকারি চাকরি পাওয়ায়, রেণু খাতুন নামে এই তরুণীর ডান হাতের কব্জির ওপর থেকে কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামীর বিরুদ্ধে।  


আরও পড়ুন, বয়সকে বুড়ো আঙুল! আন্তর্জাতিক প্রতিযোগিতায় হেঁটে সোনা জিতলেন ৭৯ বছরের অণিমা


ভালোবেসে বিয়ে করেছিলেন রেণু। স্বামী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু চাকরি ছেড়ে সে বাবার মুদি দোকানের দেখাশোনা করত। যাঁর সঙ্গে আড়াই বছরের প্রেম, ৫ বছরের দাম্পত্য, যাঁর হাত ধরে, বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন, সে-ইই ছিনিয়ে নিয়েছে হাত। আক্রান্ত তরুণী রেণু খাতুন বলেন, "আমার স্বামী ও দুই বন্ধু।  ওদের তাড়াতাড়ি ধরা হোক। শাস্তি দেওয়া হোক। ওরাই আমার স্বামীর ব্রেনওয়াস করেছে।" 


যে অদম্য চাকরির জন্য রেণুকে তাঁর হাত খোয়াতে হয়েছে, সেই চাকরি যেন তিনি পান, আবেদন তাঁর সহকর্মীদের। আক্রান্তের সহকর্মী জ্যোৎসা বল বলেন, "আমরা চাই ও এই চাকরিটা যেন পায়। নিষ্ঠার সঙ্গে কাজ করে।" সূত্রের খবর, রেণুর বাড়িতে স্বাস্থ্য দফতর থেকে ফোন গিয়েছিল। কথা হয়েছে পরিজনদের সঙ্গে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আক্রান্তের শ্বশুর ও শাশুড়িকে। কিন্তু, অভিযুক্ত স্বামী এখনও পলাতক।