কমলকৃষ্ণ দে, বর্ধমান: আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar hospital doctor death) ঘটনার পরে মহিলাদের তরফে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল রাজ্যজুড়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন এই কর্মসূচি চলছে ঠিক তখন পূর্ব বর্ধমানের গাংপুরে উদ্ধার হয় এক আদিবাসী ছাত্রীর গলা কাটা মৃতদেহ। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুরশিক্ষা বিভাগের ছাত্রী ছিল। বেঙ্গালুরুকে গিয়েছিলেন সেলসম্যানের ট্রেনিং নিতে। ওই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। বর্ধমান শহরেও এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান বাম সংগঠনের সদস্যরা। 


আরও পড়ুন: Balagarh News: রাস্তার মাঝখানে দাউদাউ করে জ্বলছে লরি, কী হল তারপর...


সোমবার পুলিশি হেফাজত পেতেই আদিবাসী যুবতী খুনে ধৃত অজয় টুডু-কে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র।  বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত-কে সঙ্গে নিয়ে গিয়ে তার দেখানো জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করে।


শনিবার রাতে পূর্ব বর্ধমানের নান্দুরের ঝাপানতলায় মৃত আদিবাসী যুবতিকে খুনে অভিযুক্ত ধৃত অজয় টুডুকে নিয়ে গাংপুর স্টেশন সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় অজয় টুডুর দেখানো স্টেশন সংলগ্ন ঝোপ থেকে হলুদ রঙের একটি রক্তমাখা গেঞ্জি, একটি জিন্সের প্যান্ট ও  খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ।


প্রসঙ্গত উল্লেখ্য, নান্দুরে আদিবাসী যুবতি খুনের ঘটনায় অভিযুক্ত অজয় টুডু-কে গ্রেফতার হয় শুক্রবার। গত ১৪ অগাস্ট  সন্ধ্যায় গলা কেটে খুন করা হয় ওই আদিবাসী ছাত্রীকে। শনিবার ধৃত অজয় টুডুকে বর্ধমান আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।


প্রসঙ্গত উল্লেখ্য, নান্দুরে আদিবাসী যুবতী খুনের ঘটনায় অভিযুক্ত অজয় টুডু-কে গ্রেফতার হয় শুক্রবার। গত ১৪ অগাস্ট  সন্ধ্যায় গলা কেটে খুন করা হয় তরুণী প্রিয়াঙ্কা হাঁসদাকে। শনিবার ধৃত অজয় টুডুকে বর্ধমান আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিকে গত শনিবারই বর্ধমান শহরের পাশাপাশি মালদা জেলার চাঁচল-সামসি ৮১ নম্বর জাতীয় সড়কের ওপরে অবস্থিত জিয়াগাছি এলাকায় পথ অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। বাঁশের ব্যারিকেড করে প্রবল বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার দাবি জানান। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: