কমলকৃষ্ণ দে, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে (Burdwan University) তুলকালাম। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন উপাচার্য ও রেজিস্ট্রার। তৃণমূলের বাধার মুখে রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। 


বিক্ষোভের মুখে উপাচার্য ও রেজিস্ট্রার: রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য দিনকয়েক আগে সার্চ কমিটি গড়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার কয়েকদিনের মধ্যে বেনজির কাণ্ড বর্ধমানে। তৃণমূলের বাধার মুখে পড়লেন রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। যাঁদের আগেই মনোনীত করেছিলেন রাজ্যপাল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়লেন রাজ্যপাল মনোনীত উপাচার্য ও রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসেন রেজিস্ট্রার সুজিত চৌধুরী। তাঁকে গাড়ি-বারান্দাতেই আটকে দেওয়া হয়। তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ও  তৃণমূল প্রভাবিত  কর্মচারী সংগঠন। বিক্ষোভের মুখে ফিরে যান রেজিস্ট্রার। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের মেন গেটে তালা লাগিয়ে দেওয়ায় ফিরে যান উপাচার্য গৌতম চন্দ্রও। এর আগেও বাধা দেওয়া হয়েছে বলে উপাচার্যর দাবি। ওয়েবকুপার বক্তব্য, অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না, সেই কারণেই বাধা দেওয়া হয়েছে।                


এর আগে গত সপ্তাহে রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে পড়ে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে মার খান অধ্যাপক। একদিকে তৃণমূলপন্থী অধ্যাপক-কর্মী সংগঠনের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন সাসপেন্ডেড রেজিস্ট্রার। আরেকদিকে, তৃণমূলের অধ্যাপক-কর্মী সংগঠনের সদস্যদের ঘাড়ধাক্কা খান এক অধ্যাপক। গত ২ জুলাই উপাচার্য ও রেজিস্ট্রারের সংঘাত ঘিরে তুলকালাম কাণ্ড বাধে। উপাচার্যর ঘরে তালা ঝুলিয়ে তাঁকে ঢুকতেই দেননি তৃণমূল ছাত্র পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কর্মচারী ইউনিয়নের সদস্যরা। ঘাড়ধাক্কা দিয়ে ক্যাম্পাস থেকে বার করে দেওয়া হয় উপাচার্যের সাক্ষাতে আসা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুবিনয় সাহাকে। রাতে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অনিয়ম ও জাতিবিদ্বেষের অভিযোগ-পাল্টা অভিযোগে থানার দ্বারস্থ হয়। সাসপেন্ডেড রেজিস্ট্রার দাবি করেন, উচ্চশিক্ষা দফতরের নির্দেশেই কাজে যোগ দিয়েছেন।                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: National Medical Commission: জরিমানা না দেওয়ায় কড়া শাস্তির মুখে, রাজ্যে MBBS-এর আসন কমানোর হুঁশিয়ারি