সন্দীপ সরকার, কলকাতা: কেন্দ্রের জরিমানা না দেওয়ায় রাজ্যকে কড়া চিঠি দিল জাতীয় মেডিক্যাল কমিশন (National Medical Commission)। নির্দেশ না মানার অভিযোগে একাধিক সরকারি মেডিক্যাল কলেজকে জরিমানা জারি। জরিমানা না দিলে আগামী শিক্ষাবর্ষে MBBS-এর আসন কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি। 


রাজ্যকে কড়া চিঠি: ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা NMC-র দেওয়া সময়ের মধ্যে রাজ্যের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চালু হয়নি বায়োমেট্রিক হাজিরা। সর্বত্র বসেনি CCTV। যেখানে ক্যামেরা বসেছে সেখানকার লিঙ্ক পায়নি NMC. আপলোড হচ্ছে না দৈনিক কত অস্ত্রোপচারের তথ্য। NMC সূত্রে খবর, রাজ্যের মেডিক্যাল কলেজগুলির ক্ষেত্রে ধরা পড়েছে এরকমই বিস্তর অনিয়ম। সব মিলিয়ে কড়া শাস্তির মুখে পড়তে চলেছে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ। NMC সূত্রে খবর, চিকিৎসক-অধ্যাপকদের বায়োমেট্রিক হাজিরা চালু না হওয়া বা সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরা না বসায় কোন মেডিক্যাল কলেজে কতজন চিকিৎসক-অধ্যাপক আছেন? তাঁরা ৭৫ শতাংশ হাজিরা দিচ্ছেন কিনা? তাঁরা কতক্ষণ ডিউটি করছেন? জানা যাচ্ছে না। পঠন-পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা? আউটডোরে কত রোগী দেখাতে আসছেন? ক্লোজ সার্কিট ক্যামেরার লিঙ্ক না পাওয়ায় জানতে পারছে না NMC.

নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্ত ত্রুটি মেরামত করতে না পারার কারণে ২ মাস আগে, রাজ্যের প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালকে জরিমানা করে NMC। NRS মেডিক্যাল কলেজের জরিমানা হয় ২৪ লক্ষ টাকা, কলকাতা মেডিক্যাল কলেজে ২০ লক্ষ, SSKM ১৮ লক্ষ টাকা, সাগর দত্ত মেডিক্যাল কলেজের জরিমানা হয় ১২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা জরিমানা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজের।

সূত্রের খবর, কোনও মেডিক্যাল কলেজ হাসপাতালই জরিমানার টাকা দেয়নি। এমনকী শাস্তি মকুবের নিয়ম অনুযায়ী NMC-র কাছে পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে যে আবেদন করতে হয়, বেশিরভাগ মেডিক্যাল কলেজের তরফে তাও করা হয়নি। উল্টে সময়ে বায়োমেট্রিক হাজিরা চালু করতে না পারার বিভিন্ন কারণ দেখিয়ে রাজ্যের মেডিক্যাল কলেজ গুলি পাল্টা চিঠি পাঠায় NMC-কে। এরপরই কড়া চিঠি এলো NMC থেকে। মেডিক্যাল কলেজগুলিকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সামনে MBBS-এর কাউন্সেলিং থাকায় এখনই কোনও শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জরিমানার টাকা জমা না পড়লে, অথবা শাস্তি মকুবের আবেদন না করলে পরবর্তী শিক্ষাবর্ষে, MBBS-এর আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য কমিশনের জরিমানার মুখে পড়ে জেলার অনেক মেডিক্যাল কলেজ হাসপাতালও।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kanyasree: কাটমানি না দেওয়ায় সরকারি কর্মীর রোষানলে! কন্যাশ্রী ফর্ম বাতিলের অভিযোগ