সুজিত মণ্ডল, তাহেরপুর: নদিয়ার (Nadia) তাহেরপুরে ব্যবসায়ীকে ঘরে ঢুকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার চার।  গত ৮ ডিসেম্বর বাড়িতে ঢুকে গুলি করে এক ব্যবসায়ীকে খুনের ঘটনা ঘটে। মহিলা মাস্টার মাইন্ড সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।


খুনের ঘটনায় গ্রেফতার: নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা ভাদুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছিল। নিহত ব্যাবসায়ীর নাম রাজা ভৌমিক। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি সংস্থায় নেটওয়ার্কের কাজও করতেন।  পুলিশ সূত্রে খবর, ঘরে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে চিকিৎস তাকে মৃত বলে ঘোষণা করেন।


ধৃতদের মধ্যে এক দম্পতি রয়েছে। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, খুনের কারণ টাকা লেনদেন নিয়েই। মাস্টারমাইন্ড হিসাবে ধৃত মহিলার নাম রাসমণি বিশ্বাস। তাকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়। পরে তাহেরপুর থেকে আরেক অভিযুক্ত সৌরভ মজুমদারকে গ্রেফতার করে তাহেরপুর থানার পুলিশ। বাকি দেবব্রত বিশ্বাসকে রাজস্থান ও হৃদয় মণ্ডলকে নবী মুম্বই থেকে গ্রেফতার করা হয়।  ধৃতদের বাড়ি হবিবপুর ও তাহেরপুর এলাকায়। কিন্তু কেন খুন? পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত দেবব্রত বিশ্বাসের জানিয়েছে, ৪ লক্ষ টাকা সুদে নিয়েছিল। ২০ লক্ষ টাকা চেয়েছিলেন রাজা ভৌমিক। তাতেই গুলি চালিয়েছে অন্যতম ওই অভিযুক্ত।


মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য:  চলতি সপ্তাহে কসবায় (Kasba) ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার দিন কসবার রাজডাঙা মেন রোডের ভাড়াবাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল মৃতদেহ। মৃতের মুখে ছিল আঘাতের চিহ্ন। খুন নাকি অন্য কারণে মৃত্যু? তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকালে, কসবার রাজডাঙা মেন রোডে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। মৃতের নাম মোহন শর্মা। বয়স ৬০ বছর। পেশায় কাঠমিস্ত্রি। আদতে বিহারের বাসিন্দা হলেও, ২৫ বছর ধরে কসবার এই বাড়িতে ভাড়া থাকতেন তিনি। মঙ্গলবার সকালে সেই ঘর থেকেই উদ্ধার হয়েছিল তাঁর মৃতদেহ। মুখে ক্ষতচিহ্ন ছিল।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Burdwan Update: 'কোনও রক্ষণাবেক্ষণই হত না' বর্ধমানের ঘটনায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের