কলকাতা: ১৩৩ বছরের পুরনো ট্যাঙ্কের কোনও রক্ষণাবেক্ষণই হত না। দীর্ঘদিন ধরে জল চুঁইয়ে পড়ছিল। রেল কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন বর্ধমান স্টেশনে (Burdwan Update) ট্রেন ধরতে আসা রেলযাত্রীরা। আর এই দুর্ঘটনার দায় কার? তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।


ক্ষোভ প্রকাশ যাত্রীদের: বুধবার বর্ধমান স্টেশনের শেডের ওপর জলের ট্য়াঙ্কের একাংশ ভেঙে মৃত্য়ু হয়েছে ৩ জনের। যার জেরে প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ। বৃহস্পতিবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন যাত্রীরাও। বর্ধমান স্টেশন দিয়ে যাঁরা প্রায়শই যাতায়াত করেন, তাঁদের একাংশের অভিযোগ, ভেঙে পড়া জলের ট্যাঙ্ক কয়েকদিন ধরেই লিক করছিল। কিছু জায়গায় চিড়ও ধরেছিল। চন্দন দত্ত নামে এক যাত্রী বলেন, আমরা কোনওভাবেই নিরাপদ নই। গতকাল ৩ জন মারা গেছে। ভবিষ্য়তে হয়ত আরও মানুষ মারা যাবে। আরেক নিত্য যাত্রী নাদু গড়াই বলেন, “জং ধরেছে। এটা তো ওপর থেকে দেখা দরকার। গাফিলতি রয়েছে। কোনওদিন এগুলোও ভেঙে পড়বে। এর থেকে আরও মানুষ মরবে।’’


'অমৃত ভারত প্রকল্পে'র বিশেষ স্টেশনে বর্ধমান। আর সেখানেই এই হাল। নজরদারির গাফিলতি? কতটা নিরাপদ যাত্রীরা? ওই স্টেশন দিয়েই রোজ যাওয়া আসা করেন সোনা চৌধুরী। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “এখন তো ভয় লাগছে প্ল্য়াটফর্মে। ট্রেনে তো ভয় আছেই, কখন কী দুর্ঘটনা ঘটবে, প্ল্য়াটফর্মেও তো এরকম ব্য়বস্থা। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে।’’ আরেক রেলযাত্রীর কথায়, “রেল পুরো ব্য়াপারটা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। ৯০% কন্ট্রাক্টে চলছে। পুরো ব্য়াপারটাই। রেলের নিজস্ব কোনও পরিষেবা নেই। কন্ট্র্য়াক্টে চলে বলে আজকে এই অবস্থা। যে কন্ট্রাক্টরকে দিয়েছে, তাকে ধরা উচিত।’’


৪ বছরে ৩ বার। একাধিক মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বর্ধমান জংশন। ২০১৯ সালের ৮ই নভেম্বর ওভারব্রিজে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হন কয়েকজন ট্রেনযাত্রী। ২০২০ সালের ৪ জানুয়ারি বর্ধমান স্টেশনের মূল প্রবেশদ্বার ভেঙে ১ জনের মৃত্যু হয়েছিল। আর এবার ট্য়াঙ্ক ভেঙে এমনই ভয়াবহ দুর্ঘটনা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ডিভিশনাল পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, ডিসেম্বরে ট্য়াঙ্কটার মেনটেন্য়ান্স হওয়ার কথা ছিল। তার আগে এই ঘটনা। দোষীদের শাস্তি দেওয়া হবে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Kolkata Metro: মিলেছে ছাড়পত্র, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা?