কলকাতা: ১২ এপ্রিল আসানসোল (Asansol), বালিগঞ্জে (Ballygunge) উপনির্বাচন (By-Election)। আসানসোল লোকসভা, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট। বাবুল সুপ্রিয়ের ইস্তফায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট। ১৬ এপ্রিল বালিগঞ্জ, আসানসোল ২টি উপনির্বাচনেরই গণনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। একইদিনে ছত্তীসগঢ়, বিহার, মহারাষ্ট্রের ৩টি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। ১৭ মার্চ ভোটের বিজ্ঞপ্তি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। 


গত বছর ৩ নভেম্বর মৃত্যু হয় সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। ৭৫ বছর বয়সে এসএসকেএম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধে নাগাদ হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের শৌচাগারে যান তিনি। এরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পঞ্চায়েতমন্ত্রী (Panchayet Minister) সুব্রত মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে দেখতে এসএসকেএমে (SSKM) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনিই জানান, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের কথা। গত বছর বিধনসভা ভোটে বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার পঞ্চায়েত মন্ত্রীও হন সুব্রত মুখোপাধ্যায়। দুর্গাপুজোয় একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজোর দায়িত্বও সামলেছেন সমান উৎসাহ নিয়ে। এরপরই অসুস্থতা। দীর্ঘ রাজনীতির জীবন শেষ করে না ফেরার দেশে পাড়ি দেন সুব্রত মুখোপাধ্যায়। 


অন্যদিকে, গত ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন আসানসোলের বিজেপি সাংসদ। উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বাবুল সুপ্রিয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন। খোদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আসানসোলে প্রচারে এসে বাবুলকে সংসদে পাঠানোর ডাক দেন। ২০১৯ সালে ফের আসানসোল কেন্দ্র থেকে বিজেপির হয়ে জয়লাভ বাবুলের। কিন্তু চলতি বছর ৭ জুলাই মোদি মন্ত্রিসভার রদবদলে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দেওয়ার পর, সাংসদ পদে ইস্তফা দেওয়ার জন্য দিল্লি যান বাবুল সুপ্রিয়। গত ১৯ অক্টোবর লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে আসানসোল কেন্দ্রের সাংসদপদ থেকে ইস্তফাপত্র দেন তিনি।