দীপক ঘোষ, কলকাতা: বিধানসভায় বাজেট পেশের মাঝে বিজেপির বিক্ষোভ। আর এই বিক্ষোভের পর অন্য ছবি দেখল বিধানসভা। কাগজপত্র ছেঁড়ার পর বিজেপি বিধায়ক-রা পরে সেগুলো নিজেদের উদ্যোগেই তুলে ফেলে দেন। বিজেপি বিধায়করাই গোটা চত্বর পরিষ্কার করেন।  


বিধানসভায় বাজেটের প্রতিবাদ জানানোর পাশাপাশি, ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচিও পালন করলেন বিজেপি বিধায়করা। শুক্রবার রাজ্য সরকারের বাজেটের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করে বিজেপি। পরে গাড়ি বারান্দায় বাজেটের পাতা ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন শুভেন্দু অধিকারীরা। বিক্ষোভের পরই অন্য ভূমিকায় দেখা যায় বিজেপি বিধায়কদের। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ও তাঁর কয়েকজন সহকর্মী, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গাড়ি বারান্দা থেকে ছেঁড়া কাগজের টুকরো পরিষ্কার করেন। 


২০২২-’২৩ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশের সময় তুমুল স্লোগান দিতে থাকে বিজেপি। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট বক্তৃতায় স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। বিজেপির বিক্ষোভ চলাকালীন বাজেট বক্তৃতা দেন চন্দ্রিমা। বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। পোর্টিকোতে বসে পড়ে স্লোগান দেন বিজেপি বিধায়করা। 


গতকাল রাজ্য বাজেটে বলা হয়, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ানো হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ওই একই সময় অবধি জমি ও সম্পত্তির সার্কেল রেটে ১০ শতাংশ ছাড়ের মেয়াদও বাড়ানো হয়েছে। শুধু স্ট্যাম্প ডিউটি বা সার্কেল ডিউটি ছাড়ের মেয়াদ বাড়ানোই নয়, CNG ও ব্যাটারি চালিত যানবাহনের ওপর রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স ২ বছরের জন্য মকুব করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এছাড়া শুক্রবার রাজ্য বাজেটে বলা হয়েছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বার্ষিক ব্যয় করা হচ্ছে প্রায় ১০ হাজার কোটি টাকা। স্বাস্থ্যখাতে বরাদ্দ ১৭ হাজার ৫৭৭ কোটি টাকা। নগরোন্নয়নে বরাদ্দ প্রায় ১৩ হাজার কোটি টাকা। পর্যটনের উন্নয়নে ৪৬৭ কোটি ৯৫ লক্ষ টাকা। উত্তরবঙ্গের উন্নয়নে ৭৯৭ কোটি ৪৩ লক্ষ টাকা। স্কুল শিক্ষা ক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লক্ষ টাকা। নগরোন্নয়নে প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।


আরও পড়ুন: Kolkata News: মাথায় বন্দুক ঠেকিয়ে সব লুঠ, বেলেঘাটা-কাণ্ডে ডাকাতদলের সর্দার স্বামীই! পর্দাফাঁস করল পুলিশ