সনৎ ঝা, দার্জিলিংঃ  ফাঁসিদেওয়া (Phansidewa) ব্লকের চটহাটে ২৭ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী ( Independent Candidate ) তানিশ লা খালকোকে হেনস্থার অভিযোগ। মোবাইল ফোন আছড়ে ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল


আরও পড়ুন


ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে 'ছাপ্পা ভোটের' অভিযোগ ! কাঠগড়ায় তৃণমূল


 নির্বাচনের (By Poll 2022) দিন একের পর এক গুরুতর অভিযোগ। বেলা পেরোতেই উঠে এল ভাঙল পাহাড়ের নিস্তব্ধতা। এখনও পর্যন্ত পাওয়া খবরে ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে ২৭ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশ লা খালকোকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। আর এবারেও কাঠগড়ায় সেই তৃণমূল। তবে অভিযোগের তালিকা এখানেই শেষ নয়,  মোবাইল ফোন আছড়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে কলকাতা পুরভোট-সহ জেলার একাধিক ওয়ার্ডে ভাঙচুর থেকে মারধোর সব কিছুই হয়েছে। তবে মহিলাকে হেনস্থার খবর খুবই কম শোনা যায়। তবে এদিন ফাঁসিদেওয়া  ব্লকের চটহাটে ২৭ নম্বর বুথে গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী তানিশ লা খালকোকে হেনস্থার অভিযোগ উঠল। 


  একুশের বিধানসভা নির্বাচনের সময় কোভিডের জেরে মৃত্যু হওয়ায় বাংলার একাধিক কেন্দ্রে ফের উপনির্বাচন হয়েছিল। কিন্তু এবার রোগ-ভোগে নয়, জোড়া হত্যাকাণ্ডের জেরে ফের ওই দুই ওয়ার্ডে এদিন ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই দুই স্পর্শকাতর হওয়ায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। প্রসঙ্গত, পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। আদালতের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত। এদিকে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনেও তদন্ত চলে। তবে জয়ী দুই নিহত কাউন্সিলরের হত্যা মামলার পাশাপাশিই এদিন উপনির্বাচন ওই দুই কেন্দ্রে। উল্লেখ্য, রবিবার মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। এর মধ্যে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে। এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে যায়। ঝালদার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে।