কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। কিন্তু তার আগে রয়েছে বিধানসভা উপনির্বাচন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনটিতে উপনির্বাচন হতে চলেছে। আগামী ১৯ জুন সেখানে উপনির্বাচন হবে বলে জানাল নির্বাচন কমিশন। চারটি রাজ্যের পাঁচ বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে নাম রয়েছে কালীগঞ্জের। (West Bengal Bypolls)

গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। সেই থেকে বিধানসভা আসনটি শূন্য রয়েছে। এবার সেখানে উপনির্বাচন হতে চলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জে জয়ী হন তৃণমূলের নাসিরউদ্দিন। সেখানে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি-র অভিজিৎ ঘোষ। তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেসের আবুল কাশেম। (Election Commission)

নদিয়ার কালীগঞ্জ ছাড়াও গুজরাতের ২টি কেন্দ্র কাদি, বিসাবদর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলম্বুর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে ২৩ জুন। এর আগে, ২৬ মে বিজ্ঞপ্তি জারি করা হবে। ২ জুন মনোনয়ন জমা দেওয়ার দিন, স্ক্রুটিনি হবে ৩ জুন, ৫ জুন মনোনয়ন প্রত্যাহারের দিন। 

তবে কালীগঞ্জে উপনির্বাচন করানো নিয়ে সম্পত্তি আপত্তি তোলেন বিজেপি-র জগন্নাথ সরকার। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে উপনির্বাচন স্থগিত রাখা উচিত বলে দাবি তুলেছিলেন তিনি। এমনকি আগামী বছর বিধানসভা নির্বাচনেক সঙ্গেই উপনির্বাচন করানোর দাবি জানিয়ে চিঠি দেন কমিশনকে। পাশাপাশি, ভূতুড়ে ভোটার ইস্যুতেও কালীগঞ্জ নিয়ে বিতর্ক ছিল। এর পর ভোটার তালিকা সংশোধনের কাজেও হাত দেয় কমিশন।। সেই আবহেই সেখানে বিধানসভা উপনির্বাচনের ঘোষণা করে দিল কমিশন।

২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে দিল্লিতে। যে জায়গাগুলিতে বিধানসভা উপনির্বাচন রয়েছে, সেখানকার আধিকারিকদের নিয়ে বৈঠক হবে। বিধানসভা উপনির্বাচন জুনের মধ্যে করাতে হবে বলে আগে আগে থেকেই খবর ছিল। সেই মতোই ভোটার তালিকা সংশোধন করা হয় নজিরবিহীন ভাবে। কিন্তু কবে উপনির্বাচন হবে, সেই নিয়ে প্রশ্ন ছিলই। তবে শেষ পর্যন্ত নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এই উপনির্বাচনকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।