কলকাতা: রাজভবনের (Raj bhawan) বিবৃতি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাস্তায়। রাজভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি প্রাক্তন উপাচার্যদের। তৃণমূল আমলে নিযুক্ত উপাচার্যদের সংগঠন দ্য এডুকেশনিস্ট ফোরামের বিক্ষোভ। রাজভবনের উত্তর গেটের সামনে প্রতিবাদ। ইউজিসি-র নিয়ম রাজ্যপাল মানছেন না বলে অভিযোগ।


রাজ্য-রাজ্যপাল সংঘাত এবার রাস্তায়: এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের রাজভবন অভিযান দেখেছে কলকাতা। কিন্তু, শুক্রবার দেখা গেল একেবারে নজিরবিহীন ঘটনা। অন্তবর্তী উপাচার্য নিয়োগ নিয়ে, রাজ্য সরকার ও রাজ্যপাল সংঘাতের আবহে, রাজ্যপালের একাধিক পদক্ষেপের বিরুদ্ধে, রাজভবন অভিযান করলেন তৃণমূল আমলে নিযুক্ত প্রাক্তন উপাচার্যদের সংগঠন, দ্য এডুকেশনিস্ট ফোরাম। আন্দোলনকারীদের অনেকেই ১ বছর কিংবা ৬ মাস আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ থেকে ডায়মন্ড হারবারের মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা সামিল হয়েছিলেন রাজভবন অভিযানে। যে বিশ্ববিদ্যালয়গুলিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন আচার্য সি ভি আনন্দ বোস।(Bengal Governor) 

অন্তর্বর্তী উপাচার্য নিয়ে নবান্ন ও রাজভবনের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে, কখনও অর্থনৈতিক বাধা তৈরি ও রাজভবনের সামনে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তো কখনও রাজ্যপালকে কখনও জেমস বন্ড, কখনও গোপাল ভাঁড়ের সঙ্গে তুলনা করেছেন শিক্ষামন্ত্রী।আবার পাল্টা একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যপাল। এই প্রেক্ষাপটেই, এদিন রাজভবন অভিযানে নামলেন তৃণমূল সরকারপন্থী প্রাক্তন উপাচার্যরা। মিছিল করে রাজভবনের উত্তর গেটের দিকে যান তাঁরা। অনেকটা শাসকদলের ঢঙেই রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে স্লোগান দিতে দেখা গেল তাঁদের।  তবে আশ্চর্যজনকভাবে, প্রাক্তন উপাচার্য ও শিক্ষাবিদরা যে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছিলেন, তাতে ধরা পড়ল শিক্ষা ও উপাচার্যের ভুল বানান।বৃহস্পতিবার অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগের কারণ তুলে ধরতে গিয়ে, বিস্ফোরক দাবি করেছিলেন আচার্য সিভি আনন্দ বোস।

অন্যদিকে এদিন রাজভবন অভিযান করে, রাজ্যপালকে যে ডেপুটেশন দিতে চেয়েছিলেন আন্দোলনকারী প্রাক্তন উপাচার্যরা, তাতে মূল অভিযোগ ছিল কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্বর্তী উপাচার্য করা হচ্ছে। আচার্যর পছন্দের কোনও ব্যক্তিকে ক্ষমতা তুলে দেওয়ার কোনও আইন নেই। যাদের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁদের কি UGC-র নিয়ম অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়ে ১০ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে? রাজ্যপাল কেন UGC-র বিধি লঙ্ঘন করছেন? বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থা ধ্বংস করছেন রাজ্যপাল।যদিও এদিন রাজভবন পর্যন্ত মিছিল যাওয়ার আগেই, দিল্লির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল। তাই নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাতেই ডেপুটেশন দিয়ে আসেন সুবোধ সরকার, ওমপ্রকাশ মিশ্ররা।


আরও পড়ুন: Mamata Banerjee: 'বাংলার মাটি বাংলার জলের জয়' ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ে প্রতিক্রিয়া মমতার