কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Elections) পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস। ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। 'ধূপগুড়ির জয় ইন্ডিয়া জোটের, দিল্লি যাওয়ার আগে বললেন তৃণমূল নেত্রী (Mamata Banerjee)।


কী বললেন তৃণমূল নেত্রী? 


জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "মমতার ধূপগুড়ির মানুষকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। যেভাবে তাঁরা তৃণমূলকে (TMC)  সমর্থন করেছে। এটা বিজেপির শক্ত ঘাঁটি। নর্থ বেঙ্গলে বড় জয়। বাংলার জয়। (Dhupguri Bypoll Results 2023) বাংলার মাটি বাংলার জলের জয়।''


 



পাশাপাশি এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, "বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন - সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে।''





তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি।৪৬ শতাংশ ভোট পেয়ে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসকদল। বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের থেকে ২ শতাংশ কম।কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেলেন ৭ শতাংশেরও কম ভোট।৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় । ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়।১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মানলেন খোদ বিজেপি প্রার্থী।


 


জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ট্যুইট করে অভিষেক জানিয়েছেন, 'ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি। ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব',। 


 





আরও পড়ুন: Kajal Sheikh On BJP: বিজেপি করলে আমার কোনও অসুবিধে নেই: কাজল শেখ