কলকাতা: আদালতে ফের ভর্ৎসিত পুলিশ। সন্দেশখালিতে (Sandeshkhali Case) তিন বিজেপি কর্মী খুনের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের ভর্ৎসনার মুখে পড়লেন তদন্তকারী আধিকারিক। বিচারপতির প্রশ্ন, চার্জশিটে কেন বাদ শেখ শাহজাহানের নাম? এই নিয়ে ১ এপ্রিলের মধ্যে জবাব তলব করেছে আদালত।


বিচারপতি প্রশ্ন করেছেন, 'মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান (Sheikh Shajahan), সাক্ষীরা তাঁর নামই জানিয়েছেন। তাও কেন চার্জশিট থেকে নাম বাদ দিল পুলিশ?' তখন পুলিশ জানায়, সাক্ষীরা বিশ্বাসযোগ্য ছিল না, তাই বাদ দেওয়া হয়েছে। তখনই বিচারপতি বিস্ময়প্রকাশ করে জানান, 'আপনিই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে, সাক্ষী বিশ্বাসযোগ্য নয়!'


ফের সন্দেশখালিতে বিজেপি:
সন্দেশখালিতে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল। জেলিয়াখালিতে বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দল। আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালিতে ভারতী ঘোষও। গ্রামবাসীদের সঙ্গে কথা বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধি দলের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?