সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রঞ্জিত সাউ, কলকাতা : কর্মরত অবস্থায় যাঁদের মৃত্য়ু হয়েছে, এবার তাঁদের পরিবারেরও চাকরি চুরি ? সম্প্রতি, NVF বা ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্সে এমনই নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ উঠেছে। অন্য় কাউকে মৃতের পরিবারের সদস্য় সাজিয়ে চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে দাবি। ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ধরুন, চাকরি-রত অবস্থায় একজনের মৃত্য়ু হয়েছে। তাঁর পরিবারের কারও সেই চাকরি পাওয়ার কথা। কিন্তু তাঁদের না দিয়ে, অন্য় কাউকে মৃতের পরিবারের সদস্য় সাজিয়ে চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে ! সম্প্রতি, ন্যাশনাল ভলান্টিয়ার ফোর্স বা NVF-এ নিয়োগে এমনই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। অর্থাৎ মৃতদেরও ছাড়া হচ্ছে না। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন, কল্য়াণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।
মামলাকারীর দাবি, কর্মরত অবস্থায় মৃতদের পরিবারের চাকরি চুরি করা হচ্ছে। তথ্য জাল করে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সেই পরিবারের সদস্য বলে দেখানো হচ্ছে। রাজ্য়ের একাধিক জেলায় এমনভাবে অনেকের চাকরি চুরি হয়েছে। সেই ব্যক্তিদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও দাবি।
স্কুল সার্ভিস কমিশনে বেলাগাম নিয়োগ দুর্নীতি ! এছাড়া, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্য়ে এসেছে। এবার, ন্য়াশনাল ভলান্টিয়ার ফোর্সের নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠল ! এই মামলার প্রেক্ষিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। ইডি সূত্রে দাবি, তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে মেসেজ এক রহস্যময়ীর। মেসেজে অয়নকে বলা হয়, পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে। দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের। আর এই মেসেজ দেখেই হতবাক ইডি আধিকারিকরা। কে এই রহস্যময়ী, তাঁর খোঁজ চালাচ্ছে ইডি। সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।
আগামী ১৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি়।
ইডির নজরে আরও এক রহস্যময়ী-
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে আরও এক রহস্যময়ী। তল্লাশি অভিযানে যাওয়ার আগেই অয়ন শীলের মোবাইলে সতর্কবার্তা দিয়ে আসে মেসেজ, দাবি ইডি-র। মেসেজে এক মহিলা অয়নকে লেখেন, পালিয়ে যেতে, জিনিস সরিয়ে দিতে, খবর ইডি-সূত্রে। ইডি আসতে পারে, এমন আশঙ্কার কথাও তিনি জানিয়েছিলেন মেসেজে, দাবি ইডি-র। সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।
আরও পড়ুন ; 'অঞ্চলে অঞ্চলে বিজেপির বীজ রোপণ করেছেন !' গোসাবায় দলীয় নেতার নিশানায় খোদ তৃণমূল বিধায়ক