কলকাতা: একের পর এক পুরসভা, জেলা পরিষদের সঙ্গে যুক্ত এবিএস ইনফোজোন। ডায়মন্ড হারবার, হালিশহর পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিল এবিএস ইনফোজোন। পানিহাটি (Panihati), উত্তর দমদম (North Dumdum), দক্ষিণ দমদম পুরসভার (Municipality) নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিল এবিএস ইনফোজোন। উলুবেড়িয়া, বীরনগর (নদিয়া), রানাঘাট, বরানগর, কামারহাটি পুরসভা উত্তর ব্যারাকপুর পুরসভায় নিয়োগ প্রক্রিয়াতেও যুক্ত ছিল অয়ন শীলের সংস্থা।
পানিহাটি, বরানগর, কামারহাটি, দঃ দমদম, উঃ দমদম পুরসভায় চাকরি 'বিক্রি'! হালিশহর, দমদম পুরসভাতেও দেদার চাকরি বিক্রি, দাবি ইডির। অনুব্রতর ছকেই কালো টাকা সাদা করার ছক অয়নের? অয়নের ৩৫ থেকে ৪০টি অ্যাকাউন্টের হদিশ, দাবি ইডির। পরিচিতদের অ্যাকাউন্ট ব্যবহার করেই কালো টাকা সাদার ছক, দাবি ইডির। 'কী হয়েছে খোঁজ নিতে হবে, ২০১৮-র পরে ওএমআর শিট প্রক্রিয়াই উঠে গেছে', ২০০৬-র নিয়োগের নথিও মিলেছে বলে শুনেছি, প্রতিক্রিয়া পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের
শুধু স্কুল নয়, রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির জাল এবার পুরসভাতেও। 'প্রার্থীদের তালিকা পাঠাতেন কুন্তল, ওএমআর শিট বিকৃত করতেন অয়ন', শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটারকে গ্রেফতারির পরে চাকরি চুরি চক্র নিয়ে বিস্ফোরক ইডি। 'রাজ্য জুড়ে ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির মিডলম্যান অয়ন', শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটারকে হেফাজতে চেয়ে বিস্ফোরক দাবি ইডির। 'আমরা গোল্ড মাইনে প্রবেশ করেছি, জানি না কত পরিমাণ গোল্ড রয়েছে। এই গ্রেফতারির পর যে পরিমাণ টাকার হদিশ পাওয়া যাচ্ছে, তাতে আমরা স্তম্ভিত', দাবি ইডির আইনজীবীর। 'শিক্ষা দফতরের দুর্নীতির তদন্ত করছিলাম, এখন দেখছি রাজ্য সরকারের সব দফতরেই দুর্নীতি',দাবি ইডির আইনজীবীর।
|ইডির আইনজীবীর দাবি, '৬০টি পুরসভায় নিয়োগ দুর্নীতি, বেআইনিভাবে ৫০০০ জনের চাকরি। গোটা রাজ্যে সমস্ত দফতরে ছড়িয়ে নিয়োগ দুর্নীতির জাল। কুন্তলকে গ্রেফতারির পর শান্তনুর নাম পাই, শান্তনুর মোবাইল থেকে অয়নের নাম। শান্তনু-কুন্তলের কথোপকথন সামনে আসে, কুন্তল-অয়ন-পার্থর মধ্যে ব্রিজ। শুধু শিক্ষক নয়, শ্রমিক থেকে টাইপিস্ট নিয়োগে দুর্নীতি। মাথা থেকে পা আগাগোড়া দুর্নীতি, তার জন্যই বলছি গোল্ড মাইনে প্রবেশ করেছি'। ৩৭ ঘণ্টা অভিযানের পরে শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারকে হেফাজতে চেয়ে বিস্ফোরক ইডি। 'প্রথমে ভেবেছিলাম এসএসসি, এখন দেখছি সব সরকারি অফিসেই দুর্নীতি। ৬০টিরও বেশি পুরসভায় বেআইনি নিয়োগ, মিলেছে ৫ হাজার প্রার্থীর তথ্য। পার্থ চট্টোপাধ্যায়-কুন্তল ঘোষের মিডলম্যান ছিলেন অয়ন শীল', দাবি ইডির। 'মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, শিউরে ওঠার মতো তথ্য মিলেছে, যা তথ্য প্রমাণ মিলেছে, তা প্রকাশ্য আদালতে বলা যাবে না', শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীলকে হেফাজতে চেয়ে বিস্ফোরক দাবি ইডির। নিয়োগের জন্য ৫০ কোটি তুলেছিলেন অয়ন শীল, দাবি ইডির। অয়নের ৫টি কম্পিউটার, ৫টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি।
পাল্টা দাবি:
১৪ পাতার অভিযোগ করা হয়েছে, 'যে কোম্পানির নাম বলা হয়েছে সেটা ভুল', পাল্টা দাবি অয়নের আইনজীবীর।
ইডির হাতে 'রেট কার্ড'?
পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা!
পুরসভায় গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা!
পুরসভার সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা!
পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা!
পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা!
পুরসভার টাইপিস্টের চাকরির দাম ৭ লক্ষ টাকা থেকে শুরু। চাকরি বিক্রির টাকা আসত শান্তনু-ঘনিষ্ঠ অয়নের কাছে, খবর ইডি সূত্রে
আরও পড়ুন: 'কী ভাবে ভোট করতে হয় জানা আছে', বিস্ফোরক কাজল শেখ