ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আদালতে সাক্ষ্য দিতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়লেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। ফলে হল না সাক্ষ্য়দান। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য়দানের পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক। অনলাইনে সাক্ষ্য়দানের আবেদন নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) যাবেন, জানিয়েছেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার।
ছেলের খুনের সাক্ষ্যদান চলাকালীন আবার অসুস্থ হয়ে পড়লেন মা মাধবী সরকার। ফের পিছিয়ে গেল কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার সাক্ষ্য়দান। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার অ্য়াম্বুল্যান্সে শিয়ালদা আদালতে আনা হয় মাধবী সরকারকে। এদিন বেলা ১২টায় শুরু হয় সাক্ষ্য়দান পর্ব। সাক্ষ্য়দান চলাকালীন ১২টা ৫০-এ অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে বন্ধ হয়ে যায় সাক্ষ্য়দান। প্রথমে তাঁকে অ্য়ামবুল্যান্সে কিছুক্ষণ রাখা হয়। পরে বি আর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, অ্য়াম্বুল্যান্সে আদালতে নিয়ে যেতে হবে নিহত অভিজিতের মাকে। সঙ্গে চিকিৎসক ও নার্স রাখতে হবে। কিন্তু নিহত বিজেপি কর্মীর পরিবারের আইনজীবীর অভিযোগ অ্য়াম্বু্ল্যান্সে চিকিৎসক ও নার্স ছিলেন না। অভিজিতের পরিবারের আইনজীবীর বক্তব্য, হাইকোর্ট বলেছিল অ্য়ামবুলেন্সে চিকিৎসক ও নার্স রাখতে হবে। কিন্তু, অ্য়ামবুলেন্সে চিকিৎসক বা নার্স ছিলেন না। আমরা হাইকোর্টে জানাব।
২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে শ্বাসরোধ করে ও মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ ওঠে। এই খুনের ঘটনায় অন্য়তম সাক্ষী নিহত বিজেপি কর্মীর মা মাধবী সরকার। আদালতে যাওয়ার পথে ও সাক্ষদান চলাকালীন এর আগে একাধিক বার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গত ২০ মার্চ শিয়ালদা আদালতে সাক্ষ্য়দান চলাকালীন বিচারকের সামনেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের নির্দেশে পুলিশি পাহারায় আদালতে সাক্ষ্য় দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। পুলিশ তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। এই পরিস্থিতিতে এবার হাইকোর্টে অনলাইনে সাক্ষদানের আবেদন জানাতে চলেছে অভিজিতের পরিবার।
নিহত অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার বলেছেন, অনলাইনে বা অন্য় কোনও ভাবে সাক্ষ্য নেওয়া হোক। আবার হাইকোর্টে যাব। আগামী ২৪ নভেম্বর সাক্ষ্য়দানের পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক।
আরও পড়ুন- সরকারি অনুদান না পাওয়া ২০০টি পুজো কমিটিকে বিজেপির ৩০ থেকে ৮০ হাজার 'অনুদান, বীরভূমে তরজা