কলকাতা: ঘুষ নিয়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিষয়টি খতিয়ে দেখে, মহুয়ার বিরুদ্ধে চরম পদক্ষেপ করার অনুরোধও জানান নিশিকান্ত। সেই অভিযোগ এবার লোকসভার নীতি কমিটিতে পাঠালেন স্পিকার। ঘটনাচক্রে, মঙ্গলবারই নিশিকান্ত এবং আইনজীবী জয় অনন্ত দেহাদরাইয়ের নামে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেছেন মহুয়া।


নির্বাচনী হলফনামায় নিশিকান্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো তথ্য দিয়েছেন বলে আগে বহু বার অভিযোগ তোলেন মহুয়া। বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। আবার অনন্তের সঙ্গেও পুরনো বিবাদ রয়েছে তাঁর। পোষ্যকে নিয়ে দু'জনের মধ্যে টানাপোড়েন চলছে। গত ছয় মাসে থানায় অনন্তের বিরুদ্ধে চুরি, অশ্লীল মেসেজ পাঠানো থেকে অপরাধমূলক ভাবে কোনও জায়গায় ঢুকে পড়ার মতো অভিযোগও দায়ের করেন মহুয়া। তাঁর অনুগামীরা তাই দুইয়ের মধ্যে সংযোগ খুঁজে পাচ্ছেন। 


মহুয়া ঘুষ নিয়েছেন বলে সম্প্রতি অভিযোগ তোলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত। দাবি করেন, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির দেওয়া ২ কোটি টাকা এবং দামি আইফোন উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় আদানিদের নিয়ে প্রশ্ন করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যও মহুয়া ৭৫ লক্ষ টাকা পান বলে দাবি করেন। এর পরই সরাসরি লোকসভার স্পিকারকে চিঠি দেন নিশিকান্ত। মহুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে আর্জি জানান। সেই অভিযোগই লোকসভার নীতি কমিটির কাছে গেল। মহুয়ার বিরুদ্ধে সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্তও।


আরও পড়ুন: Mamata Banerjee: এক পয়সাও দিতে হবে না বাংলার কৃষকদের, শস্য বিমার প্রিমিয়াম মিটিয়ে দিল রাজ্য


নিশিকান্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এর আগে একাধিক বার প্রশ্ন তুলেছেন মহুয়া। নিশিকান্ত অভিযোগ আনার পরও তদন্তকে স্বাগত জানান তিনি। জানান, যে কোনও ধরনের তদন্তের জন্য প্রস্তুত তিনি। মহুয়াকে টাকা দেওয়ার অভিযোগ সারবত্তাহীন বলে জানিয়েছে হীরানন্দান গোষ্ঠী। সংস্থার মুখপাত্র বলেন, 'আমরা ব্যবসায় থেকে ব্যবসা করি, রাজনীতির ব্যবসা করি না। দেশের স্বার্থে এযাবৎ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এসেছি আমরা, আগামী দিনেও তা-ই করব'।


গোড়াতেই এই অভিযোগ খণ্ডন করে দেন মহুয়া। সোশ্যাল মিডিয়ায় লেখেন,  'বিজেপি-র ভুয়ো ডিগ্রিধারীদের বিরুদ্ধে একাধিক বিধিভঙ্গের অভিযোগ পড়ে রয়েছে। তার পর আমার বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ নিয়ে এগোতে পারেন স্পিকার। আমার দরজায় আসুক ইডি, তবে তার আগে আদানি এবং বাকিদের বিরুদ্ধে কয়লা দুর্নীতি নিয়ে পদক্ষেপ করুক'।  এদিনও সোশ্যাল মিডিয়ায় ফের আদানি গোষ্ঠীকে নিয়ে প্রশ্ন তোলেন মহুয়া।