সৌভিক মজুমদার, কলকাতা: পুরুলিয়ায় (Purulia) সূচ ঢুকিয়ে শিশুকন্যা হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট (Calcutta High Court)। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ২০১৭-র ২১ জুলাই ৩ বছরের শিশুকন্যাকে সূচ ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে শিশুর মা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। শিশুর শরীর থেকে ৭টি সূচ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। ২০২১-এর ২১ সেপ্টেম্বর ২ জনকে মৃত্যুদণ্ড দেন পুরুলিয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক।
যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ: পুরুলিয়া সূচকাণ্ডে দুই সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১৭ সালের ১২ জুলাই, সামনে আসে পুরুলিয়ার হাড় হিম করা সূচকাণ্ড। নদিয়ারা গ্রামের বাসিন্দা মঙ্গলা গোস্বামীর বছর তিনেকের শিশুকন্যার শরীরে ৭টি সূচ ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ ওঠে তাঁর প্রেমিক ষাটোর্ধ সনাতন ঠাকুরের বিরুদ্ধে। মায়ের সামনেই শিশুর ওপর অত্যাচার করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশি তদন্তে উঠে আসে, পথের কাঁটা সরাতে পরিকল্পনা করে শিশুকন্যার ওপর অত্যাচার চালায় সনাতন ঠাকুর। সেই পরিকল্পনায় যোগ দেয় শিশুর মা মঙ্গলাও।
এদিকে, কলকাতার SSKM হাসপাতালে অস্ত্রোপচার করে শিশুর শরীর থেকে সূচগুলি বের করা হলেও, ২০১৭-র ২১ জুলাই তার মৃত্যু হয়। চারবছর পর, ২০২১-এর ২১ সেপ্টেম্বর শিশুর মা ও তাঁর প্রেমিক সনাতন ঠাকুরের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন পুরুলিয়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। এবার সেই মামলায় সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে সাজাপ্রাপ্তদের মৃত্যুদণ্ড রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি বিভাসরঞ্জন দে-র ডিভিশন বেঞ্চ। গ্রেফতারের দিন থেকে ৩০ বছর সাজা মকুবের আর্জিও জানাতে পারবে না মৃত শিশুর মায়ের প্রেমিক সনাতন ঠাকুর। নির্দেশ আদালতের।
আরও পড়ুন: SSC Scam: মেল আইডি-তে মিলেছে অযোগ্য প্রার্থীদের নাম! SSC মামলায় ধৃত মিডলম্যানের CBI হেফাজত