সৌভিক মজুমদার, কলকাতা: আলিপুরের কমান্ড হাসপাতালে (Alipur Command Hospital) জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাসপাতালের আবেদনে সাড়া দিল না আদালত। ৮ নভেম্বর পর্যন্ত পিছোল মামলার শুনানি। ফলে আপাতত কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mullick) চিকিৎসা করার ক্ষেত্রে কোনও বাধা নেই ED-র। কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনে জানায় কমান্ড হাসপাতাল। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সওয়াল ED-র।        


প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পর নিম্ন আদালতের বিচারক নির্দেশ দেন, আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের পছন্দমতো বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন। পরে সুস্থ হলে, কম্যান্ড হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হবে। যদিও কম্যান্ড হাসপাতালের তরফে আদালতকে জানানো হয়, তাদের হাসপাতালের উপর গোটা পূর্ব ভারতের চাপ রয়েছে।  ১ লক্ষ সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয় সেখানে। ফলে এমনিতেই বাড়তি চাপ রয়েছে।


এই পরিস্থিতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। তখন কমান্ড হাসপাতালের আইনজীবীকে, অন্য আদালতে এই আর্জি জানানোর কথা বলেন বিচারক। এর পর বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কমান্ড হাসপাতাল। এদিন আদালতে হাসপাতালের তরফে বলা হয়, কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার।                                                                                                      


তখন ইডি-র আইনজীবী সওয়াল করেন, নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। এদিন সওয়াল-জবাবের পর, ৮ নভেম্বর পর্যন্ত পিছিয়ে যায় মামলার শুনানি। 


আরও পড়ুন: Ration Scam: জ্যোতিপ্রিয়র কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি! ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য