নয়া দিল্লি: আজ ED-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi Chief Minister) অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন এড়িয়ে করেছিল। যদিও আজ ইডি দফতরে না-ও যেতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর।                                                                                                                               


কেজরিওয়ালের দাবি, চার রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে যাওয়া আটকাতেই বিজেপির নির্দেশে, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে, বেআইনিভাবে তলব করা হয়েছে। কেজরিওয়াল তদন্ত সংস্থাকে লিখেছেন যে ইডি সমন অবৈধ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তদন্ত সংস্থার কাছে তার জবাবে কেজরিওয়াল অভিযোগ করেছেন যে বিজেপির অনুরোধে সমন পাঠানো হয়েছিল। তিনি বলেন, চারটি রাজ্যে প্রচারণা থেকে বিরত থাকার জন্য ইডি নোটিশ পাঠানো হয়েছিল।


তিনি তদন্ত সংস্থাকে অবিলম্বে নোটিশ প্রত্যাহারের আহ্বান জানান। সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রচারে কেজরিওয়ালের আজ মধ্যপ্রদেশের সিংরাউলিতে যাওয়ার কথা ছিল। তবে, কেজরিওয়াল ইডি-র সামনে হাজির হবেন নাকি তার নির্বাচনী প্রচারে এগিয়ে যাবেন তা দেখার বিষয়। 


২০২১ সালে, দিল্লির আবগারি নীতিতে বদল আনে অরবিন্দ কেজরিওয়াল সরকার। তখন দিল্লির আবগারি মন্ত্রী ছিলেন মণীশ শিসোদিয়া। অভিযোগ ওঠে, আবগারি নীতিতে বদল এনে, টাকার বিনিময়ে কয়েক জন ব্যবসায়ীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। সেই মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। একই মামলায় ৪ অক্টোবর ED-র হাতে গ্রেফতার হন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। 


আরও পড়ুন, স্বাস্থ্য সাথী প্রকল্পে বড়সড় বদল আনল রাজ্য সরকার, কোন কোন রোগে মিলবে না সুবিধা?


অন্যদিকে, আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলবের দিনই দিল্লির সমাজকল্যাণমন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে হানা দিল ED। আর্থিক তছরুপ মামলায় দিল্লিতে মন্ত্রীর সিভিল লাইন্সের বাড়ি-সহ ৯টি জায়গায় চলছে তল্লাশি।