সৌভিক মজুমদার, কলকাতা: সিঙ্গল বেঞ্চে (Single Bench) থাকা এসএসসির সব মামলায় আপাতত স্থিতাবস্থা রাখার নির্দেশ। ডিভিশন বেঞ্চের (Division Bench) রায়দান না হওয়া পর্যন্ত মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে।


এসএসসি-দুর্নীতি মামলায় আজকের মতো পার্থ চট্টোপাধ্যায়ের স্বস্তি: এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। বিকেল সাড়ে ৫টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, "কোনওভাবেই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়’‘জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনে গ্রেফতারও করতে পারবে সিবিআই।'' সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়। এরপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চ। 


সিঙ্গল বেঞ্চে থাকা এসএসসির সব মামলায় স্থিতাবস্থা: এরপর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আজকের মতো সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে। আজকের মতো সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চে। কাল সকাল সাড়ে ১০টায় ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি। একইসঙ্গে আদালত জানিয়ে দেয় সিঙ্গল বেঞ্চে থাকা এসএসসির সব মামলায় আপাতত স্থিতাবস্থা রাখত হবে। ডিভিশন বেঞ্চের রায়দান না হওয়া পর্যন্ত মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়।


এসএসসি ইস্যুতে দ্বন্দ্ব


এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, 'এইসব ঘটনা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জমানায় ঘটেনি। পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন। তিনিই দলের মহাসচিব। যাবতীয় ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। ' এ নিয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্যে তৃণমূলের অন্দরেও কার্যত তোলপাড় শুরু হয়। পাল্টা মন্তব্য করেন ফিরহাদ হাকিম। 


আরও পড়ুন: SSC Case Update: এসএসসি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ