কলকাতা:বেসরকারি বাস-মিনিবাসের (private bus minibus) ভাড়া (fare) বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে রাজ্যের পরিবহণ সচিবকে (transport secretary) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (high court)। ৬ সপ্তাহের মধ্যে এ নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্দেশ দিয়েছে ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ। মোটর ভেহিকেহল আইনের ৬৭ নম্বর ধারা অনুযায়ী ভাড়া বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের। 


সমস্যা যেখানে...


লকডাউনের পর থেকেই তুঙ্গে ওঠে বেসরকারি বাসের ভাড়া সংক্রান্ত সমস্যা। সঙ্গে জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে তীব্র চাপে বেসরকারি বাস মালিকরা। গত ফেব্রুয়ারিতে বেসরকারি বাস মালিকদের সংগঠন জানায়, প্রায় দেড় হাজার বাস পথে নামছে না। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। 


জ্বালানি ও বাস চালানোর অন্যান্য খরচ বাড়তে থাকায় কিছুদিন ধরেই রাস্তায় বাসের সংখ্যা কমছিল। তার উপর আবার নতুন জরিমানা কাঠামো। বাস চালকদের খেদ ছিল, সামান্য টাকা পাই। তার উপর কেস বাড়িয়েছে। জরিমানা দেব নাকি বাস চালাব? এর সঙ্গে ছিল ভাড়া না বাড়ানোর সরকারি সিদ্ধান্তও। গত জুলাইয়ে 
বাসমালিক সংগঠনের সঙ্গে বৈঠকে রাজ্য সরকার বলে, আগে তারা রাস্তায় বাস নামাক। তার পর ভাড়াবৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। সঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছিল, সংগঠনগুলি এর পরও বাস নামাতে রাজি না হলে ভবিষ্যতে বেসরকারি বাস ভাড়া নিয়ে চালাতে পারে সরকার। কিন্তু বাস্তবে তার কতটা হয়েছে তা নিয়ে সন্দিহান আমজনতা। 
 
ভোগান্তি বাড়ছিলই...


এদিকে সংক্রমণের গ্রাফ কিছুদিন আগে পর্যন্তও স্থিতিশীল থাকায় স্কুল, কলেজ, অফিসে হাজিরা প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল। এমন অবস্থায় গণ পরিবহণের অন্যতম ভরসা, বেসরকারি বাসের এই সমস্যা ভোগান্তি বাড়াচ্ছিল যাত্রীদের। অন্য দিকে, দুর্ভোগ জারি ছিল বাস মালিকদেরও।


হাইকোর্টের নির্দেশের পর সমস্যার সমাধান কি হবে? বলবে সময়। 


আরও পড়ুন:অর্থ সঙ্কট থাকবে না, কেটে যাবে বিয়ের বাধাও, কী করবেন গুরু পূর্ণিমায়?