সৌভিক মজুমদার, কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) গন্ডগোলের ঘটনায় রিপোর্ট তলব করল হাইকোর্ট (Calcutta High Court)। ২ দিনের মধ্যে চিড়িয়াখানার অধিকর্তা, পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। কারা চিড়িয়াখানার কর্মী, কারা বহিরাগত, চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) ইউনিয়নের দখল ঘিরে তুলকালাম। চিড়িয়াখানার ডিরেক্টর ও পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার সকাল এগারোটার মধ্যে দিতে হবে রিপোর্ট। ইউনিয়নের দখল ঘিরে গত ২৪ জানুয়ারি, ধুন্ধুমার কাণ্ড বেধে যায় চিড়িয়াখানায়। গেট ভেঙে হুড়মুড়িয়ে বন্ধ চিড়িয়াখানার ভিতরে ঢুকে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর তীব্র হয়।
RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘর ইউনিয়নের দখল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার তার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। শুনানিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, ডিরেক্টরকে জানানো হয়েছিল নবনির্বাচিত ইউনিয়নের ৫-৬ জন দেখা করতে আসবেন। কিন্তু, দেখা যায় ২০০ থেকে ৩০০জন এসেছেন।
বিচারপতি রাজশেখর মান্থা চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্দেশে প্রশ্ন করেন, যাঁরাই আসবেন তাঁদের সবাইকে কি ঢুকতে দেওয়া হবে? এরপর বিচারপতি সতর্ক করে বলেন, চিড়িয়াখানায় যদি কিছু হয়, পশুদের কিছু হয়, তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না। আগুন জ্বলবে।
মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, রাজ্যের শাসক দল বহুদিন ধরে চিড়িয়াখানার কর্মী ইউনিয়ন দখলের চেষ্টা করছে। তৃণমূলের পতাকা নিয়ে হামলা হয় চিড়িয়াখানায়। ২০০ জন ইউনিয়ন অফিস দখল করে আছেন, যাঁরা সবাই বহিরাগত।সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি রাজশেখর মান্থা, শুক্রবার সকাল ১১টার মধ্যে চিড়িয়াখানার ডিরেক্টর ও পুলিশের রিপোর্ট তলব করেন।
পাশাপাশি, অবিলম্বে একজন ভিডিওগ্রাফার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। যিনি চিড়িয়াখানার বর্তমান পরিস্থিতির ভিডিওগ্রাফি করবেন। রাজ্য-সহ মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে তাঁকে সাহায্য করতে হবে। বিচারপতি আরও বলেন, ডিরেক্টর নিজে সোম ও মঙ্গলবার চিড়িয়াখানা ঘুরে দেখে পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবেন।
কারা কর্মী ও কারা বহিরাগত, তা চিহ্নিত করবেন ডিরেক্টরই। পাশাপাশি, চিড়িয়াখানার নিজস্ব CCTV ফুটেজ দেখে তিনি রিপোর্ট দেবেন। গত ২৩শে জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত CCTV ফুটেজ দেখে আদালতে রিপোর্ট দেবে পুলিশ। ২৪শে জানুয়ারির যে ফুটেজ চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ সংগ্রহ করেছে, তার কপি অবিকৃতভাবে দিতে হবে চিড়িয়াখানার ডিরেক্টরকে।
আরও পড়ুন: Municipal Election 2022: ২৭ ফেব্রুয়ারির পুরভোট পিছনোর দাবিতে কমিশনে দরবার বিজেপির, কটাক্ষ তৃণমূলের