মুম্বই: পরিচালক রাজামৌলির (S.S Rajamouli) বহু প্রতীক্ষিত ছবি 'ট্রিপল আর' (RRR) কবে মুক্তি পাবে তা নিয়ে নানা জল্পনা চলছিল। করোনার তৃতীয় ঢেউয়ে দেশের নানা প্রান্তে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় এবং নানা রাজ্যে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা থাকায় মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। মাঝে দুটো তারিখ ঘোষণা করে জানানো হয়েছিল, এর মধ্যে কোনও একটি তারিখে মুক্তি পেতে পারে। অবশেষে আজ 'আর আর আর' নির্মাতারাদের পক্ষ থেকে এই ছবির মুক্তির দিন ঘোষণা করে দেওয়া হল।


আজই 'আর আর আর' ছবির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয় যে, আগামী ২৫ মার্চ মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাজামৌলির ছবির মুক্তির দিন ঘোষণা করে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, ''আর আর আর' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা হল। ১৮ মার্চ কিংবা ২৮ এপ্রিল নয়। এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ মার্চ। পরিচালক রাজামৌলি এবং 'ট্রিপল আর' টিম অবশেষে তাঁদের ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করলেন। আগামী ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।'



আরও পড়ুন - Lata Mangeshkar Health: নিউমোনিয়া কাটিয়ে করোনামুক্ত লতা মঙ্গেশকর, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী



'আর আর আর' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণের দুই তারকা জুনিয়র এন টি আর এবং রাম চরণকে। এছাড়াও দুটি ক্যামিও চরিত্রে দেখা যাবে দুই বলিউড তারকাকে। অজয় দেবগন এবং আলিয়া ভট্টকে দেখা যাবে রাজামৌলির এই ছবিতে। স্বাভাবিকভাবেই দর্শকরা এই ছবির মুক্তির জন্য অত্যন্ত উত্তেজিত। 


প্রসঙ্গত, দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। তাই সংক্রমণে লাগাম টানতে দেশের নানা রাজ্যে নয়া কোভিড বিধি চালু হয়েছে। 'ট্রিপল আর' ছবিটি আগে মুক্তির কথা ছিল ৭ জানুয়ারি তারিখে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। শোনা গিয়েছিল, এই ছবির মুক্তি স্থগিত হওয়ার কারণে প্রোমোশনের দরুণ যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছিল, তা পুরোটাই ক্ষতি হয় নির্মাতাদের।