বার্বাডোজ: ৩ ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে উড়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। ১৬ সদস্য়ের স্কোয়াডে জায়গা মেলেনি তারকা বিগ হিটার শিমরন হেটমায়েরের। ফিটনেস ইস্যুর জন্যই সুযোগ পাননি বাঁহাতি ব্যাটার। ইংল্য়ান্ডকে ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হারিয়েই ভারতের মাটিতে সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। অধিনায়ক নির্বাচিত হয়েছেন প্রত্যাশিতভাবে কায়রন পোলার্ড। অন্যদিকে সহ অধিনায়ক হয়েছেন নিকোলাস পুরান।


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ''সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে বার্বাডোজে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেই সিরিজের ছেলেদেরই ধরে রাখা হয়েছে তাই ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য।'' উল্লেখ্য, আগামী মাসের ১৬, ১৮ ও ২০ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে ২ দল। তার আগে অবশ্য তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলা হবে আমদাবাদে।


ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: কায়রন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরাণ (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, কাইল মেয়ার্স, হেডেন ওয়ালশ জুনিয়র।



চার বলে ৪ উইকেট তুলে রেকর্ড গড়লেন ক্য়ারিবিয়ান তারকা অলরাউন্ডার। সিরিজের পঞ্চম ম্য়াচে ইংল্যান্ডের শেষ ওভারে হ্য়াটট্রিক সহ ৪ বল ৪ উইকেট তুলে নেন তিনি। শুধু তাইই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। 


চতুর্থ ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে মঈন আলি হোল্ডারকে চারটি ছক্কা মেরেছিলেন। সেই ওভারে ২৮ রান তুলে নিয়েছিলেন মঈন। এমনকী ম্যাচও ইংল্যান্ড জিতে যায় ৩৪ রানে। কিন্তু তার ঠিক পাল্টা এদিন ৪ উইকেটও তুলে নিলেন হোল্ডার। ইংল্যান্ডের আদিল রশিদের উইকেট নিয়ে শুরু করেছিলেন। শেষ ওভারে হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চারটি উইকেট তুলে নেন হোল্ডার। ২০তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ক্রিস জর্ডন, স্যাম বিলিংস ও আদিল রশিদের উইকেট নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন হোল্ডার। ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার এখনো হোল্ডারই।