সৌভিক মজুমদার, কলকাতা: প্রবল কড়াকড়ির মধ্যে দিয়ে ২০২২ সালের টেট পরীক্ষা আয়োজিত হয়েছে। কড়াকড়ি থাকলেও বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন অভিযোগও উঠেছিল। মঙ্গলবার টেট ২০২২ ব্যবস্থাপনায় সন্তোষপ্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


কী বলেছেন বিচারপতি:
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে'। একটি মামলা চলাকালীন এই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত টেট ২০২২ ওএমআর শিট সংরক্ষণ করা থাকবে। সাড়ে পাঁচ লক্ষের বেশি ওএমআর শিট সংরক্ষণ করা হচ্ছে। আদালতে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ আইনজীবী। রবিবার রাজ্যজুড়ে টেটে বসেন ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী।


পর্ষদ সভাপতির বক্তব্য়:
পরীক্ষা ভালভাবে হয়েছে তা আগেই বলেছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, রাজ্য সরকারের প্রতিটি বিভাগকে ধন্যবাদ, সচ্ছতার সঙ্গে পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, তাঁকে ছাড়া টেট সম্পন্ন হত না।' 


দীর্ঘদিন পরে প্রাথমিকের টেট:
দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ৫ বছর পরে আজ রাজ্যে প্রাথমিকের টেট হল। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। বেলা ১২টা থেকে শুরু টেট। পরীক্ষা নির্বিঘ্নে করতে, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে ৬টি জেলার একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে নবান্ন। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর। তথ্য জানানোর জন্য পর্ষদ কন্ট্রোল রুম চালু করা হয়েছিল। 


নানা বিভ্রাটের অভিযোগ:
৫ বছর পরে টেট, তবুও নির্বিঘ্নে হল না বলেই দাবি করেছেন পরীক্ষার্থীদের অনেকে। কোথাও পরীক্ষা শেষের পরে বায়োমেট্রিক, কোথাও অ্যাডিমিট কার্ড বিভ্রাট! দিনভর টেট নিয়ে পরীক্ষার্থীদের চূড়ান্ত ভোগান্তি। বিভ্রাটের অভিযোগ উড়িয়ে সুষ্ঠুভাবে পরীক্ষার দাবি পর্ষদ সভাপতির। পরীক্ষা বানচাল করতে বিরোধীদের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ শিক্ষামন্ত্রীর। 


নানা সমস্যা:
নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই শেষ হল প্রাথমিকের টেট। তবে ব্যাগ নিয়ে ঢোকার অনুমতি না মেলায় সমস্যায় পড়লেন বহু পরীক্ষার্থী। বোলপুরে পথ অবরোধ করলেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে ব্যাগ নিয়ে ঢুকতে গিয়ে হিন্দু স্কুলেও বাধা মুখে পড়েন পরীক্ষার্থীরা। পরে দুই স্কুলেই সিদ্ধান্ত বদল করে কর্তৃপক্ষ।


আরও পড়ুন: 'মেঘালয় গুয়াহাটি থেকে শাসিত হবে না, মেঘালয়কে শাসন করবে মেঘালয়ই' শিলংয়ে হুঙ্কার অভিষেকের