সুমন ঘড়াই, কলকাতা: আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতি (corruption) রুখতে কঠোর পদক্ষেপ করবে নবান্ন, বার্তা মুখ্যসচিবের (chief secretary)। জেলাশাসকদের (district magistrate) সঙ্গে বৈঠকে (meeting) বললেন. 'যাঁদের পাকা বাড়ি, আবাস যোজনার বাড়ি তাঁদের জন্য নয়।' কেউ অশান্তির চেষ্টা করলে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।


কী বললেন মুখ্যসচিব?
জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, কারও পাকা বাড়ি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম রাখা যাবে না। প্রভাবশালী দিয়ে কেউ অন্যরকম ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁর কথা শোনা হবে না, জানিয়ে দেন তিনি। শুধু পাকা বাড়ি নয়, আবাস যোজনায় সুবিধা পেতে হলে অন্য যে সব মাপকাঠি রয়েছে সেগুলিও পূরণ করতে হবে বলে জানান মুখ্যসচিব। না হলে তালিকা থেকে নাম বাদ যাবে তাঁদের। অর্থাৎ নবান্ন অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে এই বিষয়ে। প্রসঙ্গত, দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরেই  প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।


প্রেক্ষাপট...
২০১৫ সালে চালু করা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) হল ভারত সরকারের একটি  প্রকল্প যার মাধ্যমে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা হয় । কখনও কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, তো কখনও কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ! এই নিয়ে কখনও প্রধানমন্ত্রী, তো কখনও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। তারপরই  কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা বাড়ি নাম দিয়ে রাজ্য সরকার প্রচার করে বলে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু। এমনকি সম্প্রতি, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবিতে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। এই প্রেক্ষাপটেই নভেম্বরে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, চাহিদা মতো সার ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। তার পরই ফের আবাস যোজনার জন্য অর্থ বরাদ্দ করে কেন্দ্র। বিষয়টি নিয়ে কোনও ধরনের দুর্নীতি যে রাজ্যের তরফেও বরদাস্ত করা হবে না, সেই বার্তা স্পষ্ট দেওয়া হল আজ। প্রসঙ্গত, আজই প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকায় অনৈতিক ভাবে নাম তোলার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্তের বিরুদ্ধে।


 


আরও পড়ুন:গোলপার্কের কাছে পরিত্যক্ত বাড়িতে আগুন, পরিস্থিতি মোকাবিলায় দমকলের ২ ইঞ্জিন