সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নজিরবিহীন সংঘাত। নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় ডিভিশন বেঞ্চ নানা ভাবে সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বিষয়টিতে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। তাঁর প্রশ্ন, কাদের সুবিধা পাইয়ে দিতে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের হাত বেঁধে দিচ্ছে? সুপ্রিম কোর্ট (Supreme Court) ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নজিরবিহীন সংঘাত পরিস্থিতি কলকাতা হাইকোর্টে
এর পাশাপাশি, প্রশাসনিক নির্দেশ জারি করে, চারটি CBI অনুসন্ধানের মামলার নথি এবং সেই মামলাগুলিতে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের নির্দেশ সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি, SSC’র গ্রুপ C, SSC’র গ্রুপ D এবং নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতি-মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে SSC’র গ্রুপ D মামলার শুনানি চলাকালীন, এক আইনজীবী বলেন, ‘কথা হয়ে গেছে স্থগিতাদেশ হয়ে যাবে’।
মামলায় প্রভাবশালী রাজনীতিকের হস্তক্ষেপ! অভিযোগ ঘিরে শোরগোল, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি
এই মামলার ভার্চুয়াল শুনানির ভিডিও রেকর্ডিংও চেয়ে পাঠিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, তাঁর অভিযোগ, মঙ্গলবার এক আইনজীবী এসে এই সব মামলা নিয়ে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির হয়ে, কথা বলতে এসেছিলেন। এ বিষয়ে, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই নজর।