কলকাতা: নিয়োগ দুর্নীতি (SSC Case) মামলায় ফের বিস্ফোরক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) । বললেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি, ইডি-সিবিআই-এর"। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় দেওয়া চিঠি প্রসঙ্গে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।


বৃহস্পতিবার এমন মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়


নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিংস থানায় চিঠি দিয়েছেন। অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার এমন মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। তাঁর বক্তব্য়, "অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি, ইডি-সিবিআই-এর।"


সম্প্রতি কলকাতার শহিদ মিনারের সভা থেকে সিবিআই-ইডিকে নিয়ে মুখ খোলেন অভিষেক। জানান, সারদার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে চাপ দেওয়া হচ্ছিল, যাতে তাঁর নাম বলানো যায়। এর পরই কুন্তল দাবি করেন, তাঁকেও অভিষেকের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে। এমনকি নিম্ন আদালত এবং পুলিশের কাছে সেই আবেদনে চিঠিও দেন। সেই প্রেক্ষিতেই এ দিন অভিষেকের নাম শোনা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে। অভিষেকের ওই মন্তব্যের সূত্রেই কুন্তল আবেদন জানিয়েছেন বলেও মন্তব্য করেন।


মামলার শুনানি চলাকালীন এ দিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "ইডি-সিবিআই দুর্নীতির কোমর অবধি পৌঁছেছে, হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে। আপনারা সময় নষ্ট করছেন, দ্রুত করুন, দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন কেন? আসল টাকাটা কোথায় গেল ? সেটাই তো খুঁজে বের করতে হবে। কী করছে সিবিআই-ইডি?"


আরও পড়ুন: Supreme Court: নবম-দশম, গ্রুপ সি, গ্রুপ ডি-তে চাকরি বাতিলের নির্দেশে আপাতত 'সুপ্রিম' স্থগিতাদেশ


এর আগেও, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের নাম শোনা গিয়েছিল। কলকাতা হাউকোর্টের ভূমিকা নিয়ে এক সভায় মুখ খুলেছিলেন অভিষেক। তাতে চাইলে অভিষেককে রুল জারি করে ডেকে পাঠাতে পারতেন বলে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নিয়েই পরবর্তী কালে প্রশ্ন তোলেন অভিষেক।


আগেও অভিষেকের নাম নিতে শোনা যায় বিচারপতিকে


আদালতের অনুমতি ছাড়া নিয়োগ দুর্নীতি মামলার ইডি-সিবিআই-এর কোনও তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোন FIR করতে পারবেন না, এ দিন এমন নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। - তিনি জানিয়েছেন, কুন্তল ঘোষের অভিযোগপত্রের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত ও পুলিশ। মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই এবং ইডি।