কলকাতা : ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় ? ’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha)। ‘তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধা কীসের ? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) যুক্ত করার নির্দেশ।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) কাছ থেকে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ২টি মামলা গিয়েছে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে । সৌমেন নন্দী, রমেশ মাহাতোর মামলা গিয়েছে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। যে মামলার শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে তাঁকে তদন্তে সহযোগিতা করার বার্তা দিয়ে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আদালতে ওঠা ও তাঁকে প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরা করার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বার্তা নিয়ে দিনকয়েক আগেই বিস্তর টানাপোড়েন চলেছে। জল গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court of India) পর্যন্তও। যারপরই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুটি মামলায় বিচারের ভার ন্যস্ত করহে বিচারপতি সিনহার বেঞ্চে।
গত ১৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য় করেছিলেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত CBI, ED-র। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। যার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে প্রথমে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। পরে মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।
আরও পড়ুন- কবে পঞ্চায়েত ভোট ? ধোঁয়াশার মধ্যেই অভিষেকের কথায় স্পষ্ট ইঙ্গিত
প্রসঙ্গত মামলার শুনানিতে, এবিপি আনন্দকে দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ টানেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আইনজীবী অভিষেক মনুসিঙ্ঘভি। আবেদনের সঙ্গে সাক্ষাৎকারের অনুবাদও জমা দেন তাঁরা। এরপর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিম্হার বেঞ্চ নির্দেশ দেয়, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানাতে বলেন। যার ভিত্তিতেই তাঁদের নির্দেশ জানায় সুপ্রিম কোর্ট। তারপরই হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সেই মামলাগুলি যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই মামলার শুনানিতেই বিচারপতি সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়ে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন।
আরও পড়ুন- অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না