সৌভিক মজুমদার, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে মাস দুয়েক আগে প্রকাশ করা হয়েছে 'দাগি' শিক্ষকদের নামের তালিকা। তার আগে 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকাও প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই সময় ৩ হাজার ৫১২জনের নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। যদিও মামলাকারীদের দাবি এটা পূর্ণাঙ্গ 'দাগি তালিকা নয়। এই মামলায় আজ গ্রুপ-C এবং গ্রুপ D-র 'দাগি'দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 

Continues below advertisement

এদিন মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি সিনহার এজলাসে দাবি করেন, এসএসই যে তালিকা আগে প্রকাশ করেছে তা সম্পূর্ণ তালিকা নয়। সেই তথ্যে গরমিলের অভিযোগ করেন তিনি। ৭২৯৩ জলের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে, কোর্টের কাছে এই প্রার্থনা জানান হয় মামলাকারীদের তরফে। 

এরপর বিচারপতি দুই পক্ষের সওয়াল-জবাব শুনে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, র‍্যাঙ্ক জাম্প করা ব্যক্তি, প্যানেলের বাইরে থেকে চাকরি পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করুন। যাঁদের OMR মেলেনি, তাঁদেরও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ। নাম, রোল নম্বর, বাবার নাম এবং কোথায় কর্মরত ছিলেন, তার তথ্য দিয়ে তালিকা প্রকাশ করুন।' এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য নির্দেশ দেওয়া হল স্কুল সার্ভিস কমিশনকে। 

Continues below advertisement

স্কুল সার্ভিস কমিশনের তরফে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাতে স্কুল সার্ভিস কমিশনও বদ্ধপরিকর এবং স্বচ্ছতা রেখেই তা প্রকাশ করা হচ্ছে। 

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে মাস দুয়েক আগে 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকাও প্রকাশ করেছিল এসএসসি। ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় ৩ হাজার ৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করেছিল SSC। 

কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও চাপের মুখে পড়ে বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করে  স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের দাগি শিক্ষকদের রোল নম্বর, বিষয়, অভিভাবকের নাম, জন্মতারিখ-সহ তালিকা সামনে  আনে তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে ১ হাজার ৮০৪ জন 'দাগি'-র তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। পরে আরও দুজনের নাম প্রকাশ করা হয়। সেই তালিকায় শুধুমাত্র নাম ও রোল নম্বর ছিল। এরপর সম্প্রতি  বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার আগে সুপ্রিম কোর্ট SSC-কে বারবার সতর্ক করে, যেন একজন দাগিও নতুন পরীক্ষায় বসতে না পারে। কিন্তু তারপরও, তারপরও কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় 'দাগি'দের নাম থাকার অভিযোগ ওঠে। যা নিয়ে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত ১৯ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে বিচারপতি সিন্হা বলেন, আরও বিস্তারিত তথ্য দিয়ে 'দাগি'দের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার সুপ্রিম কোর্টও জানিয়ে দেয়, দাগিদের যাবতীয় বিবরণ-সহ তালিকা প্রকাশ করতে হবে SSC-কে।