সৌভিক মজুমদার, কলকাতা: গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারাদের ভাতার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। ২০২৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত দেওয়া যাবে না ভাতা, এদিন এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় রাজ্যের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদবৃদ্ধি করলেন বিচারপতি।
প্রসঙ্গত, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার প্রকল্পের নামকরণ করা হয়েছিল, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ ২০ জুন এই মামলার সওয়াল-জবাবের সময় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানতে চেয়েছিলেন, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’- এর আওতায় যারা ভাতা পাবেন তাঁরা কি বাড়িতে বসেই টাকা পাবেন, না কিছু কাজ করে তবে এই ভাতা পাবেন? রাজ্যের তরফে অবশ্য বলা হয় এটা স্কিমের অন্তর্ভুক্ত বিষয়।
ওই দিনের সওয়াল-জবাবে রাজ্যের কাছে বিচারপতি অমৃতা সিনহা এও জানতে চেয়েছিলেন, 'বাড়িতে বসে-বসে টাকা পাবেন কিছু চাকরিহারা, অথচ হাজার-হাজার বেকার ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের জন্য কোনও কর্মসূচি নেই কেন?' এই পরিস্থিতিতে, পুজোর মুখে ওই চাকরিহারাদের সরকারি ভাতা পাওয়ার আর কোনও সম্ভাবনাই রইল না।
জুনে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার সওয়াল জবাবে সময় রাজ্যের বিরোধিতা করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, দুর্নীতিকে সমর্থন করার জন্যই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনও ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি। শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে এবং সেটাও সীমিত সময়ের জন্য।
এদিকে আলিপুরের বিশেষ আদালতে SSC-এর গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে CBI। চার্জশিটে উল্লেখ সম্প্রতি তদন্তকারীদের হাতে আসা চাঞ্চল্যকর ভিডিও কথা। সিবিআই সূত্রে দাবি, পরীক্ষা না দিয়েও কীভাবে পাস করানো যায়.... প্যানেল বেরোনোর ২ সপ্তাহ আগে ওই ভিডিওতে তা নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।