কলকাতা: রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই ১০ দিনের বঙ্গ সফরে এসেছেন RSS প্রধান মোহন ভাগবত। সঙ্ঘের ১০০ বছর উদযাপন উপলক্ষে কী কী কর্মসূচি নেওয়া যায়, কোন বিষয়ে জোর দেওয়া যায় তা নিয়ে আলোচনা করবেন সঙ্ঘ প্রধান। ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান ও সংলগ্ন এলাকায় থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সেখানে একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। এর মধ্যে পূর্ব বর্ধমানের SAI কমপ্লেক্সে মোহন ভাগবতের সভা নিয়ে প্রশাসনের সঙ্গে বাধে গোলযোগ। জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। 


এদিন 'শব্দ'শর্ত বেঁধে আরএসএস প্রধানের সভা অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ১৬ ফেব্রুয়ারি আয়োজিত হওয়ার কথা ওই সভার। পূর্ব বর্ধমানের ওই সভায় অনুমতি দিলেন বিচারপতি সিনহা। যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেই হেতু মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস। যদিও শুক্রবার মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে বলেন, সভাস্থলের এক থেকে দু’কিলোমিটারের মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। আর সভার দিন রবিবার সেদিন কোনও পরীক্ষাও নেই। কী ভাবে এই যুক্তি সামনে রাখা হচ্ছে? 


এর পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত বলেন, "ওই এলাকায় তিনটি স্কুল রয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে পরীক্ষা শেষের দিন পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া ওই সভায় ৪৫টি মাইক ব্যবহার করা হবে বলে জানান হয়েছে। পরীক্ষার পরই এই সভা করতে পারত। এতগুলো মাইকে আওয়াজ হলে তা অবশ্যই ৫০০ মিটারের যে নিষেধাজ্ঞা রয়েছে তা অতিক্রম করে যাবে।' 


আরও পড়ুন, ভারতকে 'বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমান' দেবেন ট্রাম্প! শত্রুপক্ষে কাঁপন ধরানো এই বিমানের বিশেষত্ব কী?



আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, '৭ লক্ষ ২ হাজার স্কোয়ার ফিটের এলাকায় মাত্র ৫ হাজার স্কোয়ার ফিট এলাকায় এই সভা অনুষ্ঠিত হবে।' তবে বিচারপতি অমৃতা সিনহা বলেন, 'আদালতের ওই এলাকা নিয়ে ধারণা নেই। তবে মাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সেই বিষয়টি মাথায় রেখে বিধি আরোপ করা হয়েছে। আয়োজকদের দেখতে হবে যাতে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়। শব্দ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আয়োজকদের। যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করতে হবে', এদিন এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে