সৌভিক মজুমদার, কলকাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দুটি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। হাইকোর্টে (Calcutta High Court) দ্রুত শুনানি হচ্ছে না, জানিয়ে দু'বার সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় রাজ্য। কোনও হস্তক্ষেপ না করে হাইকোর্টেই মামলা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। যে প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ 'সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন দেখে মনে হয়েছে যেন মামলাকারির জন্যই শুনানিতে দেরি হয়েছে। কিন্তু এই আদালত দেখেছে যে কোন পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়'। যার পরই দুটি মামলা থেকেই সরে দাঁড়ান কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। 


শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুরক্ষাকবচ ও অন্য একটি মামলা থেকে এর আগে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। এবার সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। 'দীর্ঘ শুনানি করার সময় এই এজলাসের নেই, আদালতে আরো ৫৩ জন বিচারপতি আছে, মামলা অন্য কোন এজলাসে পাঠানো হোক, মন্তব্য বিচারপতির রাজাশেখর মান্থার।


আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়


এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে নগর দায়রা আদালতে মামলা । নগর দায়রা আদালতের প্রধান বিচারকের বেঞ্চে মানহানির মামলা (Defamation Case) দাখিল হল। কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) বিনীত গোয়েলের (Vineet Goyal) হয়ে আবেদন করল রাজ্য। ত ১৭ এপ্রিল একটি ট্যুইট করেন শুভেন্দু অধিকারী। একটি বাসের ছবি দিয়ে ট্যুইটে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিনীত গোয়েলের পুলিশ পাহারা দিয়ে এই বাসটি পটুয়াপাড়া থেকে বের করেছে। মনে হয় এই বাসটিতে টাকা রয়েছে। আমি সিবিআই-ইডি-কে অনুরোধ করব এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে। এর পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে আবেদনে জানানো হয় যে, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। পুলিশের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রিপোর্টে পুলিশ জানায়, পুলিশ এবং পুলিশ কমিশনারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের অভিযোগ করা হয়েছে। ১৬ এপ্রিল রাজনৈতিক প্রচারের জন্য নিয়ে আসা হয়েছিল ওই বাসটি। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান এমন একজনের জন্য আনা হয়েছিল বাসটি। ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য পুলিশ মোতায়েন ছিল।


আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস