সৌভিক মজুমদার, কলকাতা : তেহট্টের তৃণমূল বিধায়ক (Tehatta TMC MLA) তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে চাকরি-বিক্রির অভিযোগের তদন্ত CBI-এর হাতে যাবে কি না তা নিয়ে জল্পনা তৈরি হল। কারণ, এই মামলায় মঙ্গলবার আদালতে CBI-এর তরফে বলা হয়, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করতে, তাদের কোনও অসুবিধা নেই।


তাপস-তদন্তেও সিবিআই ?


কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় মঙ্গলবার CBI তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।আর তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি-বিক্রির অভিযোগের তদন্ত CBI-এর হাতে যাবে কি না তা নিয়েও জল্পনা তৈরি হল এদিন। সিবিআই আদালতে জানাল, তদন্ত করতে, তাদের কোনও অসুবিধা নেই।

সম্প্রতি, ট্যুইটার হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেখানে প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি দেওয়া ও তার জন্য টাকার লেনদেনের বিষয়ে দুই ব্যাক্তির মধ্যে কথা হচ্ছে। তরুণজ্যোতি তিওয়ারির দাবি, ফোনে একটি কণ্ঠ হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

এরপরই, তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর। গত বছর, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। সম্প্রতি, এনিয়ে হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। অভিযোগে বলা হয়, বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করে ৩ জনকে গ্রেফতার করলেও, সময়মত চার্জশিট না দেওয়ায়, তাঁরা জামিন পেয়ে যান। এই মামলায়, মঙ্গলবার আদালতে সিবিআইয়ের তরফে বলা হয় যে, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করতে, তাদের কোনও অসুবিধা নেই।

বিচারপতি রাজাশেখর মান্থা পর্যবেক্ষণে বলেন, নিয়োগ দুর্নীতি মামলাগুলোর তদন্ত করছে CBI। ফলে, একই ধরনের অভিযোগে একই তদন্তকারী সংস্থা, তদন্ত করবে কি না সেটা খতিয়ে দেখবে আদালত। 


যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তাপস সাহা। তিনি বলেন, আইনের ব্যাপার। আমি কিছু বলতে পারব না। আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। ন্যায় বিচার হোক।


বৃহস্পতিবার, ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।


আরও পড়ুন ; 'নাইসা-কর্তাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন', সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চাকরি কেনাবেচা ! দাবি সিবিআইয়ের