প্রকাশ সিন্হা, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেনদু অধিকারী, কলকাতা : নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) নাইসা-কর্তা নীলাদ্রি দাসকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনেছিলেন SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। দু’জনের ঘনিষ্ঠতার আরও প্রমাণ মিলেছে বলে দাবি করল সিবিআই। ২০১৫-য় নাইসা কমিউনিকেশনকে নিয়ে এসেছিলেন সুবীরেশ ভট্টাচার্যই। ওয়ার্ক ডান সার্টিফিকেট না থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নাইসা-র বিল পাস করান সুবীরেশ। চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই।


কারচুপিতে পার্টনার ?


নিয়োগ দুর্নীতির 'গুপী-বাঘা' কি সুবীরেশ ভট্টাচার্য ও নীলাদ্রি দাস ? তাঁদের ষড়যন্ত্রেই কি, 'ভূতের রাজার বরে'র মতো OMR শিটে ১২ হয়েছিল ৫৫ ? নিয়োগ-দুর্নীতিকাণ্ডে SSC-র প্রাক্তন চেয়ারম্যান ও নাইসা-কর্তার ঘনিষ্ঠতা সেই জল্পনা বাড়াচ্ছে।


সিবিআই সূত্রে দাবি, ২০১৫-য় নাইসা কমিউনিকেশনকে নিয়ে এসেছিলেন সুবীরেশই। শুধু OMR শিট মূল্যায়নই নয়, পরীক্ষা কেন্দ্র নির্বাচন, টাইপ টেস্ট এবং কমিশনের হাতে রেজাল্ট তুলে দেওয়ার দায়িত্ব পেয়েছিল নাইসা।


সিবিআই সূত্রে আরও দাবি, সুবীরেশ-নীলাদ্রি আঁতাঁতেই চলছিল চাকরি কেনাবেচা। বাঙালি অফিসার নীলাদ্রি দাসকে পেয়ে দুর্নীতির কাজ আরও সহজ হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যের।


আগেই সিবিআই দাবি করেছিল, সুবীরেশের হাতেই কার্যত দুর্নীতির হাতেখড়ি হয় নীলাদ্রির। ২০১৪-র জানুয়ারি থেকে ২০১৮-র জুলাই মাস পর্যন্ত SSC-র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। সুবীরেশের কার্যকালের মধ্যেই, ২০১৫ সাল থেকে OMR বিকৃতির সঙ্গে জড়িত ছিলেন নীলাদ্রি। চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা টাকা দিতেন, তাঁদের নাম SSC-র মাধ্যমে জানানো হত নীলাদ্রিকে। সম্প্রতি কোর্টে জমা দেওয়া রিপোর্টে CBI'র আরও দাবি, ২০১৭ সালে ৭৭ লক্ষ টাকার প্রথম বিল জমা দেয় নাইসা।
কিন্তু, OMR শিট মূল্যায়নের স্ক্যান কপি জমা না দেওয়ায় ওয়ার্ক ডান সার্টিফিকেট পায়নি নীলাদ্রির সংস্থা।


CBI'র আরও দাবি, তা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নাইসা-র বিল পাস করান সুবীরেশ। ৮০ শতাংশ টাকা পেয়েও যায় ওই সংস্থা। পাশাপাশি, CBI'র দাবি, একবার নয়, একাধিকবার প্রভাব খাটিয়েছেন সুবীরেশ ভট্টাচার্য।


নাইসা-র ডিরেক্টর পুনীত কুমার বাঙালি হিসেবে নীলাদ্রি দাসকে SSC-র সঙ্গে যোগাযোগের দায়িত্ব দেওয়ায় সুবীরেশের কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই। তবে কি OMR শিট কারচুপির জন্য সেখান থেকেও কোনও কমিশন পেতেন SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ? সেটাই এখন জানার চেষ্টা করছে সিবিআই।


আরও পড়ুন ; এবার রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতির পদও খোয়ালেন সুবীরেশ !