সৌভিক মজুমদার, কলকাতা : পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ মুর্শিদাবাদের ১৩ বিরোধী জয়ী প্রার্থী। ১০ অগাস্ট বোর্ড গঠন, এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূল। বোর্ড গঠনে বাধা দিচ্ছে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের নওদার ১৩ বিরোধী জয়ী প্রার্থীর। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে কাল শুনানির সম্ভাবনা। 


মনোনয়নে নিরাপত্তা। ভোটের দিন নিরাপত্তা। ভোট গণনায় নিরাপত্তার পর বোর্ড গঠনের আগেও, ইস্যু সেই নিরাপত্তা। এবার গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) বোর্ড গঠনের আগে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের জয়ী বিরোধী দলের ১৩ জন প্রার্থী। ব্লক প্রশাসন সূত্রে খবর, আগামী ১১ অগাস্ট মুর্শিদাবাদের (Murshidabad) নওদার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে।


২০ আসনের এই গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস জিতেছে ১১ টি আসন। তৃণমূল সাত ও RSP দুটি আসন পেয়েছে। অর্থাৎ ভোটের ফলের নিরিখে এই পঞ্চায়েতে বিরোধীদের বোর্ড গঠন নিশ্চিত। কিন্তু কংগ্রেসের অভিযোগ, ভোটে জয়ের পর থেকে বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে কংগ্রেসের ১১ এবং RSP-র দুই জয়ী প্রার্থীকে একটি গোপন জায়গায় নিয়ে যায় কংগ্রেস নেতৃত্ব। কিন্তু অভিযোগ, সেখানেও জয়ী প্রার্থীদের অপহরণের চেষ্টা করা হয়। এই ঘটনার পরই এদিন নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ১৩ জন জয়ী বিরোধী দলের প্রার্থী। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।


এর আগে মনোনয়নের পর হুমকি-হুঁশিয়ারির অভিযোগ জানিয়ে এবং নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মালদার মানিকচকের ১৭ জন কংগ্রেস প্রার্থী। পরে তাঁদের সকলকেই রক্ষাকবচ দেয় আদালত। এবার বোর্ড গঠনের আগে নিরাপত্তার অভাব বোধ করে আদালতে আবেদন জানালেন মুর্শিদাবাদের নওদার জয়ী বিরোধী প্রার্থীরা।  


                                                                                   


আরও পড়ুন- সদ্যোজাতদের পাচারের পিছনে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ! আনন্দপুরে শিশুপাচার কাণ্ডে নাম জড়াল চিকিৎসকের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial